IQNA

ভারতে গরু জবাইয়ের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে সংসদে বিল পেশ

23:24 - March 25, 2017
সংবাদ: 2602780
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গরু জবাই করলে যেন মৃত্যুদণ্ডের মতো কঠোর সাজা হয় সেজন্য সংসদে বিল পেশ করেছেন বিজেপি’র সিনিয়র নেতা সুব্রমনিয়াম স্বামী। শুক্রবার ‘দ্য কাউ প্রটেকশন বিল ২০১৭’ নামে একটি বেসরকারি বিলে তিনি ওই দাবি জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ‘গো-রক্ষা বিল ২০১৭
নামক বেসরকারি বিল পেশ করে সুব্রমনিয়াম স্বামীর দাবি, গান্ধীজিও স্বাধীন ভারতে গো-হত্যা বন্ধ করার জন্য বলেছিলেন।

তার প্রস্তাব, গরুর সংখ্যা স্থিতিশীল রাখা সুনিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ তৈরি করতে হবে। সেই কর্তৃপক্ষ সংবিধানের ৩৭ এবং ৪৮ নম্বর ধারা দুটি মেনে চলা হচ্ছে কিনা তা লক্ষ্য রাখবেওই ধারাগুলো মেনে না চললে প্রতিবন্ধক শাস্তি এবং মৃত্যুদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে।    

গো-রক্ষার জন্য যে কর্তৃপক্ষ গঠন করা হবে তাতে পশুপালন সচিব, কৃষি, অর্থনীতি, পশু কল্যাণ এবং প্রাচীন ভারতের ইতিহাস বা সংস্কৃতি জগতের ৫ জন বিশিষ্ট ব্যক্তি থাকবেনতারা গরুর সংখ্যা রক্ষা করাসহ গরুর মর্যাদা সূচক তৈরি করবেন। বিলে বলা হয়েছে, প্রতি বছর ওই সূচক তৈরি করতে হবে এবং তা সংসদে পেশ করতে হবে। গো-রক্ষা গুরুত্বপূর্ণ কেন তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে পাঠক্রমও তৈরি করার বিধানও রাখা হয়েছে।

কেন্দ্রীয় আইন কমিশন একমাত্র সন্ত্রাসবাদী কাজকর্ম ছাড়া অন্য সমস্ত অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজা তুলে দেয়ার সুপারিশ করেছে। গত বুধবারই কেন্দ্রীয় আইন কমিশন তাদের ২৬২ পাতার রিপোর্ট সম্বলিত সুপারিশ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জমা দিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। কিন্তু গতকাল শুক্রবারই গরু জবাইয়ের অপরাধে বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামী তার বিলে ফাঁসির সাজা দেয়ার দাবি করেছেন। সূত্র: parstoday
ট্যাগ্সসমূহ: ইকনা ، ভারত ، গরু ، মৃত্যু ، সংসদ
captcha