IQNA

ইসলামের দৃষ্টিতে সুখী জীবন-যাপনের পদ্ধতি

23:58 - March 26, 2017
সংবাদ: 2602789
আল্লাহর প্রতি অবিশ্বাস ও সন্দেহ মানুষের জীবনকে বিষাদময় এবং উদ্বেগপূর্ণ করে তোলে। আল্লাহর প্রতি শক্তিশালী বিশ্বাস হচ্ছে একজন ভালো, সুস্থ হৃদয় ও বিবেকবান মানুষের পরিচয়। আর যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী তারা দূর্বল হৃদয়য়ের মানুষ।

বার্তা সংস্থা ইকনা: সুখ মানুষের জীবনের সবচেয়ে কাঙ্খিত উপলব্ধি। সুখ একটি সংক্রামক ব্যপার, সুখী মানুষদের ঘিরে থাকতে চায় সবাই। সম্পর্কে উদারতা, কৃতজ্ঞতা- এইসব ইতিবাচক দিকগুলো সুখী হওয়ার জন্য অপরিহার্য।

যা মানুষের আয়ত্বের বাইরে তা নিয়ে অহেতুক দুশ্চিন্তা মানসিকভাবে দুর্বল করে দেয় এবং নিজেকে অসূখী ভাবার প্রবণতা বাড়িয়ে দেয়। জীবন খুবই সংক্ষিপ্ত এবং সব সমস্যার সমাধান আমাদের হাতে নেই। তাই কেবল সমাধানযোগ্য সমস্যাগুলো নিয়েই ভাবা উচিৎ।

জীবন-যাপনের দায় যখন নিজেকেই নিতে হয়, তখন অন্যেরা কী ভাবছে তাতে মনোযোগ না দেয়াই ভালো। পৃথিবীতে নানারকম মানুষ আছে। একসাথে সবাইকে সন্তুষ্ট করা কারো পক্ষে সম্ভব নয়। এজন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করাই কর্তব্য।

হাদিস শরীফে বর্ণিত হয়েছে: «اكبر الكبائر، سوء الظنّ باللّه» সবচেয়ে বড় গোনাহ হচ্ছে আল্লাহর প্রতি সন্দেহ করা।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, খারাপ লোকেরা কখনোই অন্যদের প্রতি ভাল ধারণা রাখে না। কেননা তারা সবাইকে নিজের মতই মনে করে।

তিনি আরও বলেছেন: খারাপ লোকের সাথে চলাফেরা করলে, ভালদৈর প্রতি খারাপ ধারনা জন্মাবে।

ট্যাগ্সসমূহ: ইকনা ، ইসলাম ، আল্লাহ ، হযরত ، আলী
captcha