IQNA

লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মুসলমানদের র‌্যালী

23:44 - March 27, 2017
সংবাদ: 2602793
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মুসলমানেরা ইংল্যান্ডের বার্মিংহাম শহরের ভিক্টোরিয়া স্কয়ারে ২৫শে মার্চে র‌্যালী প্রদর্শন করেছে।
লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মুসলমানদের র‌্যালী
বার্তা সংস্থা ইকনা: এই র‌্যালীতে ইংল্যান্ডের সাধারণ মুসলমান ছাড়াও মুসলিম নেতাগণ অংশগ্রহণ করেছেন। বিক্ষোভকারীরা "ইসলামের নাম অপব্যবহার করে সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে", "সন্ত্রাসীদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই" এবং "সন্ত্রাসীরা ইসলামের শত্রু" স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে র‌্যালীতে অংশগ্রহণ করেছে।
উক্ত র‌্যালীর মূল আয়োজক 'ওয়াফার আযমী' বলেন; দীর্ঘ সময় যাবত সন্ত্রাসী এবং চরমপন্থি দল সমাজে তাদের বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা তাদের হামলাসমূহকে মুসলমানদের নামে চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন: চরম ডানপন্থী দলের সদস্যদের কার্যক্রমে যেমন ব্রিটেনে কোন প্রভাব বিস্তার করেনি, ঠিক তেমনই সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কার্যক্রমও মুসলমানদের কাছে কোন মূল্য নেই।
র‌্যালী শেষে সকল অংশগ্রহণকারী লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
উল্লেখ্য, বুধবার (২২শে মার্চ) ব্রিটিশ পার্লামেন্টের কাছে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৪ জন নিহত এবং অপর ২০ জন আহত হয়েছেন।
iqna
captcha