IQNA

হযরত ইউনুস (আ.)এর মাযারে কুরআন মাহফিল

23:41 - March 28, 2017
3
সংবাদ: 2602804
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পক্ষ থেকে ইরাকের মসুলের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত হযরত ইউনুস (আ.)এর পবিত্র মাযারে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হযরত ইউনুস (আ.)এর মাযারে কুরআন মাহফিল
বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে যুদ্ধরত যোদ্ধাদের উপস্থিতিতে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বর্তমানে মসুলে হযরত ইউনুস (আ.)এর মাযারের আশেপাশে দায়েশের স্নাইপার থাকা সত্ত্বেও ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের কুরআনিক মিডিয়া প্যাকেজিং ইউনিট পক্ষ থেকে হযরত ইউনুস (আ.)এর মাযারের কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুরআনিক মিডিয়া প্যাকেজিং ইউনিট কর্মকর্তা 'আম্মার আল-খাযায়ী' বলেন: হযরত ইউনুস (আ.)এর মাযারে জিয়ারত করতে আসা জিয়ারতকারীদের ওপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের স্নাইপাররা এখনো হামলা চালাচ্ছে। ঝুঁকি থাকা সত্ত্বেও এই মাহফিল শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন: হযরত ইউনুস (আ.)এর মাযারটি মসুলের ডান প্রান্তে অবস্থিত। বর্তমানে এখানে দায়েশ নিধন অপারেশন অব্যাহত রয়েছে।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে ২০১৪ সালে ইরাকের পশ্চিম ও উত্তরাঞ্চল দখল করার কয়েক দিনের মধ্যে হযরত ইউনুস (আ.)এর মাযারে হামলা চালিয়ে মাযার ধ্বংস করে। দায়েশে এধরণের জঘন্য কাজের জন্য বিশ্ববাসী প্রতিবাদ করে।

ইরাকের সৈন্যরা জানুয়ারি মাসে দায়েশের হাত থেকে হযরত ইউনুস (আ.)এর মাযার মুক্ত করে এবং মাযার থেকে দায়েশের পতাকা সরিয়ে ইরাকের পতাকা উত্তোলন করে। হযরত ইউনুস (আ.)এর পবিত্র মাযারটি মুসলমান এবং খ্রিষ্টানদের একটি জিয়ারতের স্থান।

iqna



ট্যাগ্সসমূহ: ইকনা
প্রকাশিত: 3
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
ldqsvnwu
0
0
20
uhjvmgvf
0
0
20
mvnvuusj
0
0
20
captcha