IQNA

ইন্দোনেশিয়ার ‘আল-হিকামুল ইসলামিয়্যাহ’ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ইন্তেকাল

4:47 - April 03, 2017
সংবাদ: 2602845
উলুমুল কুরআন বিষয়ক বিশ্ববিদ্যালয় ‘আল-হিকামুল ইসলামিয়্যাহ’র প্রতিষ্ঠাতা এবং এদেশের প্রেসিডেন্টের ধর্ম বিষয়ক উপদেষ্টা ‘শাইখ হাশেম মুজাদি’ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Dar-alquran.org এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: শাইখ হাশেম মুজাদি ছিলেন ইন্দোনেশিয়ার বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বদের একজন। এর আগে তিনি দেশটির ধর্ম বিষয়ক সর্ববৃহত মুভমেন্টের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি শোক জ্ঞাপনের উদ্দেশ্যে ইমাম হুসাইন (আ.) এর মাজার পরিচালনা পরিষদের পক্ষ থেকে একটি বিশেষ টিম ইন্দোনেশিয়ায় পৌঁছেছে এবং তার পুত্র ‘ইয়াসারান মুজাদি’র সাথে সাক্ষাত করেছে।

মরহুম শাইখ হাশেম মুজাদি’র পুত্রের সাথে সাক্ষাতে প্রতিনিধি দলটি কুরআন বিষয়ক বিভিন্ন ইস্যু, মুসলিম উম্মাহ’র সার্বিক অবস্থা এবং ইরাকের সামনে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ইত্যাদি বিষয় পর্যালোচনা করেন। এ সময় ইন্দোনেশিয়ার হাফেজ ও কারী এ্যাসোসিয়েশনের সভাপতিও উপস্থিত ছিলেন।

ইমাম হুসাইন (আ.) এর মাজারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি দল সাক্ষাতে, ইমাম হুসাইন (আ.) এর মাজারের পক্ষ থেকে ইন্দোনেশিয়ায় পরিচালিত দারুল কুরআনের শাখা এবং ‘আল-হিকামুল ইসলামিয়্যাহ’ বিশ্ববিদ্যালয়ের মাঝে শিক্ষা-প্রশিক্ষণ ও কুরআন ভিত্তিক বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেন।#3586286


captcha