IQNA

ইমাম মাহদীর আবির্ভাবের গোটা সৃষ্টিজগত আনন্দিত হবে

23:43 - April 28, 2017
সংবাদ: 2602974
পূর্বেই বলা হয়েছে যে ,সমাজের মানুষের সঠিক প্রশিক্ষণ ,কোরআন ও আহলে বাইতের সংস্কৃতির প্রসারের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন রেওয়ায়তে বর্ণিত হয়েছে যে, ইমাম মাহদী (আ.)-এর হুকুমতে চিন্তা, চরিত্র ও ঈমানের ব্যাপক বিকাশ ঘটবে।
ইমাম মাহদীর আবির্ভাবের গোটা সৃষ্টিজগত আনন্দিত হবে
বার্তা সংস্থা ইকনা: ইমাম বাকের (আ.) বলেছেন; যখন আমাদের কায়েম কিয়াম করবেন নিজের হাতকে মানুষের মাথায় বুলিয়ে দিবেন এবং তার বরকতে তাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক ও চিন্তাশক্তি পরিপূর্ণতায় পৌঁছবে।

ভাল ও সৌন্দর্যসমূহ বিবেক পরিপূর্ণ হওয়ার মাধ্যমে অর্জিত হয়। কেননা, বিবেক হচ্ছে মানুষের অভ্যন্তরীণ নবী। তা যদি মানুষের শরীর ও জীবনে প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের কর্মও সঠিক পথে পরিচালিত হবে, আল্লাহর বান্দায় পরিণত হবে এবং সৌভাগ্যবান হবে।

আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) বলেছেন:  মহান আল্লাহ মাহদীকে ও তার সাহায্যকারীদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবেন এবং নিজের নিদর্শনের মাধ্যমেও তাকে সাহায্য করবেন। তাকে পৃথিবীর উপর বিজয় দান করবেন এবং সকলেই তার দিকে আকৃষ্ট হবে। তিনি পৃথিবীকে ন্যায়নীতিতে আলোকিত করবেন। সকলেই তার প্রতি ঈমান আনবে এবং কাফেরদের কোন অস্তিত্ব থাকবে না, অত্যাচারী থাকবে না, এমনকি পশু-পাখিরাও একত্রে বসবাস করবে। পৃথিবীর সকল সম্পদ বেরিয়ে আসবে, আসমানও তার বরকত বর্ষণ করবে এবং জমিনের সকল গুপ্তধন প্রকাশ পাবে। সুতরাং তাদের প্রতি সুসংবাদ যারা তার সময়কে দেখবে এবং তার কথা শুনতে পাবে। قال رسول الله صل الله علیه وآله: «فیفرح به أهل السماء و أهل الارض و الطیر و الوحوش و الحیتان فی البحر»

মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন: সকল মহাকাশমন্ডলী ও পৃথিবীর মানুষ, পাখি, জীবজন্তু এবং সমুদ্রের মাছও ইমাম মাহদীর আবির্ভাবে আনন্দিত ও খুশি হবে।

সূত্র: আকদুদ দুরার, পৃ: ৮৪।
captcha