IQNA

ইমাম মাহদী( আ.) মহানবীর সময়ের থেকেও কঠিন জাহেলিয়াতের সম্মুখীন হবেন

23:47 - April 28, 2017
সংবাদ: 2602975
ইমাম মাহদীর যুগের একটি বড় সমস্যা হচ্ছে কাঠ মোল্লারা তারা পবিত্র কুরআনের তাফসীরের ক্ষেত্রে ইমাম মাহদীর পন্থা অনুসরণ না করে নিজেদের ইচ্ছামত মনগড়া তাফসীর করবে।
ইমাম মাহদী( আ.) মহানবীর সময়ের থেকেও কঠিন জাহেলিয়াতের সম্মুখীন হবেন
বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম খানজানি বলেন, মহানবীর ওফাতের পর থেকেই ইসলামী সমাজে তাফসীর বেরাই বা মনগড়া তাফসীর করার সূত্রপাত ঘটেছে। আমিরুল মু’মিনিন হযরত আলীর(আ.) সময় খারেজিরা মনগড়া তাফসীর করার মাধ্যমে মাওলা আলীর বিরোধিতা করা শুরু করে।

মহানবী হযরত মুহাম্মাদ (সা.) পূর্বেই এ সম্পর্কে বলে গেছেন: «تقاتلهم علی التاویل کما قاتلتهم علی التنزیل». তিনি বলেন, হে আলী আমাকে আজ কোরআন বিরোধী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে আর তোমাকে কোরআনের মনগড়া তাফসীর কারকদের বিরুদ্ধে লড়তে হবে।

মহানবী এটাও বলে গেছেন: «مفسر القرآن برأيه فاصاب فقد أخطا:যারা নিজেদের ইচ্ছামত মনগড়া তাফসীর করবে এবং এমনকি যদি এভাবে তারা সঠিক বিষয়টিও বুঝতে পারে তারপরও তারা ভ্রান্ত পথকে অবলম্বন করেছে।

ইমাম মাহদীর আবির্ভাবের পর তিনি যখন পবিত্র কুরআনের সঠিক ব্যাখ্যা দান করবেন, তখন অনেক ভণ্ডরাই ইমাম মাহদীর বিরুদ্ধে চলে যাবে তখন ইমামকে ঐ সকল জাহেলদের বিরুদ্ধে লড়তে হবে। সূত্র: shabestan
captcha