IQNA

বিশ্বব্যাপী পালিত হচ্ছে ফিলিস্তিনের ‘নাকবা’ দিবস

23:57 - May 15, 2017
3
সংবাদ: 2603089
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি জনগণের মহাবিপর্যয়ের বার্ষিকী স্মরণে আজ (সোমবার) সারা বিশ্বে পালিত হচ্ছে নাকবা দিবস। ইহুদিবাদী ইসরাইল ১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং অস্ত্রের মুখে জোর করে সাড়ে সাত লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে তারাই বিভিন্ন দেশে ফিলিস্তিনি শরণার্থীতে পরিণত হন।
বিশ্বব্যাপী পালিত হচ্ছে ফিলিস্তিনের ‘নাকবা’ দিবস

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: এ বছর দিবসটি যখন পালিত হচ্ছে তখন ইসরাইলের কারাগারে কয়েক হাজার ফিলিস্তিনি বন্দী আমরণ অনশন করছেন। এছাড়া, এখন সারা বিশ্বে ৭৫ লাখের বেশি ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন। পাশাপাশি, বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার গাজা উপত্যকায় অবরুদ্ধ রয়েছেন ১৮ লাখ ফিলিস্তিনি।

নাকবা দিবস উপেলক্ষে অবরুদ্ধ গাজা উপত্যকাসহ বিশ্বের বিভিন্ন স্থানে ইসরাইলের কয়েক দশকের দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, "৬৯তম এই দিবসে আমরা বলতে চাই- এই ভূমি আমাদের, আল-কুদস আমাদের, ফিলিস্তিন আমাদের। যদি কেউ আমাদের বিষয়টি ভুলে গিয়ে থাকেন তবে তা যেতে পারেন কিন্তু আমরা বিষয়টি ভুলি নি। আল্লাহ চাইলে আমরা শিগগিরি আমাদের ভূখণ্ড থেকে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাব এবং ফিলিস্তিন ইসলামপন্থিদেরই থাকবে।”

কারাগারে থাকা ফাতাহ আন্দোলনের প্রখ্যাত নেতা মারওয়ান বারগুসি নাকবা দিবস উপলক্ষে ইসরাইলকে অমান্য করার কর্মসূচি অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া হামাস ও ফাতাহকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

নাকবা দিবস উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিন ও কানাডার টরেন্টো শহরে বিক্ষোভ হয়েছে। এ দিবসের প্রাক্কালে ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও’র মহাসচিব সায়েব এরিকাত বলেছেন- ইসরাইল ও ব্রিটেনকে অবশ্যই সেই মহাবিপর্যয়ের জন্য ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, ইসরাইলকে স্বীকার করতে হবে যে, ১৯৪৮ সালে তার প্রতিষ্ঠা ফিলিস্তিনিদের জন্য ছিল বিশাল বিপর্যয়; এজন্য অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে।

iqna





প্রকাশিত: 3
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
mppaljla
0
0
20
mppaljla
0
0
20
gfwxokck
0
0
20
captcha