IQNA

কিভাবে লাইলতুল কাদরকে হাজার মাস অপেক্ষা উত্তম করতে হবে?!

13:35 - June 21, 2017
সংবাদ: 2603301
আন্তর্জাতিক ডেস্ক: শবে কদরে আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারণ করেন, তবে এর মানে এই‌ নয় যে আমি বসে থাকব আর আমার সবি কিছু নিজে থেকেই হয়ে যাবে। তা নয় বরং প্রকৃত মু’মিনি আল্লাহর দরবারে চাওয়ার পাশাপাশি নিজেও চেষ্টা করে।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শবে কদরে মানুষের চিন্তার বিকাশ ঘটাতে হবে, চরিত্রের বিকাশ ঘটাতে হবে, তিকতার বিকাশ ঘটাতে হবে। আল্লাহ মানুষকে যে চিন্তাশক্তি, মেধা ইত্যাদি দান করেছেন সেগুলোকে আল্লাহর আনুগত্যের পথে ব্যয় করার নাম হচ্ছে শবে কদর।

মহান আল্লাহ আমাদের জন্য রমজান মাসে বিশেষ করে শবে কদরে তার রহমত, বরকত ও মাগফিরাতের দরজা খুলে দিয়েছেন। «سَلامٌ هِىَ حَتّى‏ مَطْلَع الْفَجْرِ»  আর সকাল পর্যন্ত ফেরেশতারা আমাদের উপর শান্তি বর্ষণ করেন।

শবে কদর আমাদের জন্য তখনই হাজার মাসের থেকে বেশী উত্তম হবে «لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْر» যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। ইমাম মাহদীর আবির্ভাবের প্রেক্ষাপট রচনা করব।

সুতরাং কিভাবে শবে কদরকে হাজার মাসের থেকে উত্তম করব তা নির্ভর করে আমাদের আমল, আখলাক এবং কর্মসূচীর উপর। আমাদের নিয়ত ভাল হতে হবে, আমল ভাল হতে হবে এবং উত্তম নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে।
ট্যাগ্সসমূহ: ইকনা ، কদর ، আল্লাহ ، রমজান ، ইমাম ، মাহদী
captcha