IQNA

"মুহাম্মাদ সিদ্দিক মানশাভী"র সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত

11:18 - June 22, 2017
সংবাদ: 2603313
আন্তর্জাতিক ডেস্ক: "মুহাম্মাদ সিদ্দিক মানশাভী"র ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সুললিত কণ্ঠে তিলাওয়াত উপস্থাপন করা হল।

বার্তা সংস্থা ইকনা: জুন মাসের ২০ তারিখে কুরআনের অধ্যাপক ও ক্বারি মুহাম্মাদ সিদ্দিক মানশাভী"র ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মিশরের এই প্রসিদ্ধ ক্বারি ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুয়েতে তার প্রসিদ্ধ তিনটি তিলাওয়াত ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:

১৯৬৬ সালে মুহাম্মাদ সিদ্দিক মানশাভীর কুয়েত সফরে যুখরুফ, দোখান এবং কদর সূরার তিলাওয়াত:
 
যুখরুফ, দোখান এবং কদর সূরা
১৯৬৬ সালে মুহাম্মাদ সিদ্দিক মানশাভীর কুয়েত সফরে ওয়াক্বিয়া ও হাদীদ সূরার তিলাওয়াত:

ওয়াক্বিয়া ও হাদীদ সূরা
১৯৬৬ সালে মুহাম্মাদ সিদ্দিক মানশাভীর কুয়েত সফরে হাশর ও কিসারুস সুর (হামদ এবং যিলযাল থেকে নাস পর্যন্ত) সূরার তিলাওয়াত:
হাশর ও কিসারুস সুর

এছাড়াও মিশরের অপর এক প্রসিদ্ধ ক্বারি মুস্তাফা ইসমাইল। মুহাম্মাদ সিদ্দিক মানশাভীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুস্তাফা ইসমাইল ইসরাইল সূরা তিলাওয়াত করেন এবং ১৯৭৯ সালে তার মৃত্যুবার্ষিকীতে আব্দুল বাসের ওয়াক্বিয়া সূরা তিলাওয়াত করেন।

মরহুম মানশাভীর মৃত্যুবার্ষিকীতে মুস্তাফা ইসমাইলের সুললিত কণ্ঠে বানী ইসরাইল সূরার ১ থেকে ৩১ আয়াত পর্যন্ত তিলাওয়াত:

বানী ইসরাইল সূরার ১ থেকে ৩১ আয়াত

মরহুম মানশাভীর মৃত্যুবার্ষিকীতে হযরত যয়নাব (সা. আ.) মসজিদে আব্দুল বাসেতের সুললিত কণ্ঠে ওয়াক্বিয়া সূরার তিলাওয়াত:

ওয়াক্বিয়া সূরা

iqna






captcha