IQNA

আল-আকসায় ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়েছে অর্থডক্স ইহুদীরা

14:16 - July 25, 2017
সংবাদ: 2603504
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্থডক্স ইহুদীরা আল-আকসায় ইসরাইলি নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে।
আল-আকসায় ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়েছে অর্থডক্স ইহুদীরা
বার্তা সংস্থা ইকনা: তারা নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেয়। এ সময় অর্থডক্স ইহুদীদের সদস্যরা ব্যানার ধারণ করেন যাতে লিখা ছিল, ‘ফিলিস্তিনিদেরকে তাদের ভূমিতে ফিরে যেতে দেয়া হোক’ এবং ‘খাঁটি ইহুদীরা ইহুদীবাদ ও ইসরাইল রাষ্ট্রের বিরোধিতা করে।’

উল্লেখ্য, এ মাসে গোলাগুলির ঘটনায় পবিত্র মসজিদের পার্শ্ববর্তী স্থানে তিনজন ফিলিস্তিনি ও দুইজন ইসরাইলি পুলিশ নিহত হয়। গোলাগুলির ঘটনার পর ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদে জুম্মার নামাজ বাতিল করে দেয়।

প্রায় ৫০ বছর পর এই প্রথম পবিত্র মসজিদটিতে মুসলিমরা জুম্মার নামাজ আদায় করতে পারলো না।


এছাড়া বর্তমানে আল-আকসা মসজিদের প্রধান প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর প্রয়োগ করে ইসরাইল। ইসরাইলের এমন উদ্যোগকে আল-আকসার উপর নিয়ন্ত্রণের চক্রান্ত হিসেবে আখ্যায়িত করে প্রতিদিনই বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা।
captcha