IQNA

হযরত মাসূমার(সা.আ.)মর্যাদা ও ব্যক্তিত্ব

23:43 - July 26, 2017
সংবাদ: 2603510
১৭৩ হিজরির ১লা জিলকদ জন্মগ্রহণ করেন বিশ্বনবী (সা.)'র আহলে বাইতের সদস্য ইমাম মুসা কাজিমের (আ.) কন্যা ও ইমাম রেজার (আ.) বোন হযরত ফাতিমা মাসুমা (সালামুল্লাহি আলাইহা)।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হযরত ফাতিমা মাসুমা (সা. আ.) ভাই ইমাম রেজার (আ.) সঙ্গে সাক্ষাতের জন্য জন্মভূমি মদীনা থেকে খোরাসান প্রদেশের মার্ভ শহরের উদ্দেশ্যে সফররত ছিলেন। ধূর্ত মামুন ইমাম রেজা (আ.)-কে মদীনা থেকে মার্ভ শহরে আসতে বাধ্য করেছিলেন।

মহীয়সী নারী হযরত মাসুমা (সা. আ.) ছিলেন জ্ঞান, প্রজ্ঞা ও খোদাভীতিসহ নানা মহত গুণের প্রতিচ্ছবি। ধর্মীয় বিষয়ে অনেক জটিল প্রশ্নের উত্তর তিনি বলে দিতেন যা অনেক অভিজ্ঞ ও বয়স্ক আলেমও বলতে পারতেন না। বিশ্বনবীর (সা) পবিত্র আহলে বাইতের নেতৃত্বের পক্ষে জোরালো ও কার্যকর ভূমিকা রাখার জন্য তাঁকে বলা হত 'কারিমে আহলে বাইত' তথা 'আহলে বাইতের মহান ও দয়ালু ব্যক্তিত্ব '। মাসুমা বা নিষ্পাপ ছিল তাঁর উপাধি।

প্রতি বছর ইরানসহ বিশ্বের নানা অঞ্চল থেকে নবী (সা.)বংশ ও আহলে বাইতের প্রেমিক লাখ লাখ মুসলমান জিয়ারত করেন এই মহীয়সী নারীর পবিত্র মাজার।

এ ছাড়াও এই মহীয়সী নারীর পবিত্র মাজারের বরকতেই কোম শহরটি লাভ করেছে ধর্মীয় শহরের মর্যাদা এবং শহরটি ইসলামী ধর্ম তত্ত্ব শিক্ষার ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ১২০০ বছর পরও ঐতিহাসিক খ্যাতি ধরে রেখেছে। পবিত্র কোম শহরটি প্রথম থেকেই বিশ্বনবীর (সা) আহলে বাইতের অনুরাগীদের হাতে গড়ে উঠেছিল।

রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের (আ.) অন্যতম ফজিলতপূর্ণ ও মহীয়সী নারী হলেন হযরত ফাতেমা মাসুমা (আ.)। এ মহীয়সী নারীর অনুপম জীবনাদর্শ মুসলিম নারী সমাজের জন্য অনুকরণীয় আদর্শ
ট্যাগ্সসমূহ: ইকনা
captcha