IQNA

ইমাম মাহদীর প্রতীক্ষাকারীদের বিভিন্নভাবে পরীক্ষা নেয়া হবে

9:13 - July 27, 2017
সংবাদ: 2603512
ইমাম মাহদী(আ.) বহুদিন অন্তর্দানে থাকার পর যখন আবির্ভূত হবেন, তখন তার বৃদ্ধ থাকার কথা কিন্তু তিনি সম্পূর্ণ জওয়ান অবস্থায় আবির্ভূত হবেন এবং অনেকেই তাকে অস্বীকার করে বসবে।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, ইমাম মাহদী(আ.) যখন আবিভূর্ত হবেন তখন তার বয়স ৩০ থেকে ৪০ বছরের যুবকের মত মনে হবে। মহান আল্লাহর অশেষ কুদরতে তার বয়স কয়েক হাজার বছর হওয়া সত্বেও তাকে যুবক দেখা যাবে।

ইমাম বাকের(আ.) মুহাম্মাদ বিন মোসলেমকে বলেন: পাচ জন নবীল সাথে ইমাম মাহদীর সাদৃশ্য রয়েছে। তিনি হযরত ইউসুফের মত সুন্দর এবং তার মত তিনি অন্তর্দানে থাকবেন। হযরত মুসার মত নিহত হওয়ার ভয়ে গুপ্ত অবস্থায় থাকবেন। হযরত ঈসার মত তার বেচে থাকা এবং শহীদ হওয়া নিয়ে মতভেদ থাকবে এবং মহানবীর মত তিনি ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবেন। আর হযরত ইউনুসের মত বৃদ্ধ অবস্থায় চলে গিয়ে যুবক অবস্থায় ফিরে আসবেন।

ইমাম সাদিক(আ.) বলেন: হযরত ইউনুসের সাথে ইমাম মাহদীর মিল হচ্ছে, তিনি তার কওমের থেকে দুরে থাকার পর জওয়ান অবস্থায় ফিরে আসেন।

ইমাম সাদিক(আ.) বলেন: «انه من اعظم البلیة ان یخرج الیهم صاحبهم شاباً و هم یحسبونه شیخا کبیراً؛ মানুষ মনে করবে তাদের ইমাম বৃদ্ধ অবস্থায় ফিরে আসবেন অথচ তিনি যুবক অবস্থায় ফিরে আসবেন।


captcha