IQNA

যে যেমন চিন্তা করে তার মর্যাদাও ততটুকুই

9:18 - July 27, 2017
সংবাদ: 2603513
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, যে যেমন চিন্তা করে এবং যাকে নিজের আদর্শ মনে করে তার মর্যাদাও সেই পরিমাণ।


শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: لكَيْلا تَأْسَوْا عَلى‏ ما فاتَكُمْ وَ لا تَفْرَحُوا بِما آتاكُمْ وَ اللَّهُ لا يُحِبُّ كُلَّ مُخْتالٍ فَخُورٍ পবিত্র কুরআনের সূরা হাদিদে বলা হয়েছে, যাতে তোমরা আফসোস না কর তার উপর যা তোমাদের থেকে হারিয়ে গেছে এবং তোমরা উৎফুল না হও তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার কারণে। আর আল্লাহ কোন উদ্ধত ও অহঙ্কারীকে পছন্দ করেন না।

যা আমার উপর প্রভাব ফেলে এবং আমি যার মত হতে চাই এবং আমি যা পছন্দ করি আমি ঠিক তাই এবং তার সাথেই আমাদের মর্যাদার পরিমাপ হবে। ইমাম আলী(আ.) বলেছেন: «قيمَةُ كُلِّ امْرِى‏ءٍ ما يُحْسِنُهُ» মানুষের হিম্মত এবং পছন্দই তার মর্যাদার মাপকাঠি।

সুতরাং মানুষের উচিত নিজেকে মহান আদর্শের সাথে খাপ খাইয়ে চলা। না যে কোন নিচ ও হীন জিনিসের সাথে।

তাই আমাদের উচিত আল্লাহ যা পছন্দ করেন এবং তিনি যেভাবে চলতে বলেছেন এবং তিনি যাদেরকে আমাদের জন্য আদর্শ হিসাবে ঘোষণা করেছেন তাদের মত হওয়া এবং তাদের মত চলাফেলা করা। আর এটা তখনই সম্ভভ যখন আল্লাহর সন্তুষ্টি হবে আমাদের সন্তুষ্টি এবং আল্লাহর বন্ধু হবে আমাদের বন্ধু।
captcha