IQNA

ফিলিস্তিনে আল-আজহারের অনুমোদিত পবিত্র কুরআনের ভুল প্রিন্টকৃত পাণ্ডুলিপি

10:04 - July 27, 2017
সংবাদ: 2603517
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন এবং জেরুজালেমের মুফতি শেখ মুহাম্মাদ হুসাইন বলেন: ফিলিস্তিনের বাজারে আল-আজহারের অনুমোদিত পবিত্র কুরআনের ভুল প্রিন্টকৃত পাণ্ডুলিপি পাওয়া যাচ্ছে। সেগুলো ক্রয়ের ব্যাপারে ক্রেতাদের সাবধান করে দিয়েছেন তিনি।
ফিলিস্তিনে আল-আজহারের অনুমোদিত পবিত্র কুরআনের ভুল প্রিন্টকৃত পাণ্ডুলিপি
বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিন এবং জেরুজালেমের মুফতি ও সেদেশের ফতোয়া সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান শেখ মুহাম্মাদ হুসাইন এক সংবাদ সাক্ষাৎকারে বলেন: আল-আজহার ইসলামী রিসার্চ কাউন্সিলের অনুমোদিত এবং 'দারুল বায়ান আল হাদিসিয়া' প্রেস থেকে প্রকাশিত পবিত্র কুরআনের পাণ্ডুলিপির সাবা সূরার ৪৫ নম্বর আয়াতে " الذین" (আল্লাজিনা) শব্দটি আলিফ ছাড়াই লেখা হয়েছে।
তিনি বলেন: এছাড়াও আল-আজহার ইসলামী রিসার্চ কাউন্সিলের অনুমোদিত এবং আল তাওফিকিয়া প্রেস থেকে প্রকাশিত অপর এক পাণ্ডুলিপির ১৩২ পৃষ্ঠা থেকে ১৬৩ পৃষ্ঠা পর্যন্ত বিভিন্ন ধরণের সমস্যা পরিলক্ষিত হয়েছে। আল-আজহার ইসলামী রিসার্চ কাউন্সিলের অনুমোদিত এবং জার্মান মিশরীয় প্রেসের পাণ্ডুলিপির বানী ইসরাইল সূরার২ নম্বর আয়াতে " جعلناه"-এর স্থানে " جغلناه" লেখা হয়েছে।
জেরুজালেমের মুফতি শেখ মুহাম্মাদ হুসাইন সকল কুরআন প্রিন্টিং প্রেস, লাইব্রেরি, প্রকাশনা এবং যাদের নিকট এসকল পাণ্ডুলিপি রয়েছে তাদেরকে দারুল ইফতা'তে পবিত্র কুরআনের ভুল প্রিন্টকৃত এসকল পাণ্ডুলিপি জমা দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
iqna



captcha