IQNA

হে আল্লাহ, আপনার নিকট আহ্বান করছি, মুহাম্মাদ (সা.) যিনি আপনার নুর ও রহমতের পয়গাম্বর তার প্রতি দরুদ পাঠানোর জন্য এবং আরও আহ্বান জানাচ্ছি যে, আপনি আমার হৃদয়কে ইয়াক্বীনের নুরে ও বক্ষকে ঈমানের নুরে ও আমার চিন্তা-ভাবনাকে সিদ্ধান্তের নুর আলোকিত করুন ও আমার ইচ্ছাগুলোকে জ্ঞানের নুরে ও আমার ভাষাকে সত্যের নুরে ও আমার ধর্ম ও মাজহাবকে আপনার নিকটে যে দৃষ্টিশক্তি রয়েছে তা দিয়ে আলোকিত করুন ও আমার চক্ষুদয়কে আলোয় আলোকিত করুন  ও আমার কানকে হিকমত ও প্রজ্ঞায় এবং আমার ভালোবাসাকে মুহাম্মাদ (সা.) ও তাঁর আহলে বায়েতের (আ.) বেলায়েতের নুর দ্বারা আলোকিত করুন।

মাফাতিহুল জিনান; আলে ইয়াসিন জিয়ারাত