IQNA

ইউরোপের ৪০ শতাংশ মুসলমান বৈষম্যের শিকার

15:34 - September 23, 2017
সংবাদ: 2603897
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ বাড়ছে। সম্প্রতি এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০১৬ ও ২০১৭ সালের এই জরিপটি গতকাল (২১শে সেপ্টেম্বর) প্রকাশ হয়েছে। এতে দেখা গিয়েছে ইউরোপে বসবাসরত ৪০ শতাংশ মুসলমান বৈষম্যের শিকার হচ্ছেন।
ইউরোপের ৯২ শতাংশ মুসলমান বৈষম্যের শিকার

বার্তা সংস্থা ইকনা: ২০১৬ ও ২০১৭ সালে ইউরোপের ১৫টি দেশের ১০৫২৭ জন মুসলমানের নিকট থেকে ইউরোপীয় ইউনিয়ন মৌলিক অধিকার সংস্থা একটি জরিপ গ্রহণ করেছে। এই জরিপে দেখা গিয়েছে ইউরোপের ৫৩ শতাংশ মুসলমান বাড়ী ভাড়া ক্ষেত্রে এবং ৩৯ শতাংশ মুসলিম নারী হিজাবের জন্য চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন।

এই জরিপে আরও উঠে এসেছে, হিজাব করার জন্য ইউরোপের ৪০ শতাংশ মুসলিম নারীর বৈষম্যের শিকার হতে হচ্ছেন। এরমধ্যে ৩১ শতাংশ মৌখিক আক্রমণ (কটু মন্তব্য), বাজে ভঙ্গির মাধ্যমে ৩৯ শতাংশ এবং ২২ শতাংশ অনুপযুক্ত বাক্যেরে সম্মুখীন হতে হচ্ছে।

এই জরিপে আরও ব্যক্ত করা হয়েছে, হিজাবের কারণে শুধুমাত্র ২ শতাংশ নারীর ওপর শারীরিক নির্যাতন বা হামলা করা হয়েছে।

গবেষণা করে দেখা গিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে ৫ কোটি মুসলিম নাগরিক জীবন যাপন করেন। তারা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের খোজে রয়েছেন। তবে ইসলাম বিদ্বেষীদের অত্যাচারের ফল তাদেরকে বিভিন্ন সময়ে অনেক প্রতিবন্ধকতার মোকাবেলা করবে হয়।

iqna


captcha