IQNA

এখনও রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেয়া হচ্ছে: অ্যামনেস্টি

15:41 - September 23, 2017
সংবাদ: 2603898
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযান সমাপ্ত হয়েছে বলে দেশটির নেত্রী অং সান সু চি যে দাবি করেছিলেন তা মিথ্যা প্রমাণ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।


বার্তা সংস্থা ইকনা: উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি ও স্থানীয়ভাবে ধারণ করা ভিডিওর বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি জানিয়েছে, রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের গ্রাম থেকে এখনও বাড়িঘর জ্বালিয়ে দেয়ার ধোয়া দেখা যাচ্ছে। নিজস্ব সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের দাবি, আগুন দেয়ার ছবি ও ভিডিওগুলো শুক্রবার বিকেলে ধারণ করা। যে আগুন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য ও উচ্ছৃঙ্খল বৌদ্ধরা দিয়েছে।

অ্যামনেস্টির সঙ্কট সমাধান বিষয়ক পরিচালক তিরানা হাসান এক বিবৃতিতে বলেন, "স্থানীয়ভাবে ও মহাশূন্য থেকে প্রাপ্ত মারাত্মক প্রমাণগুলো বিশ্ববাসীর সামনে অং সান সু চির করা দাবিকে উড়িয়ে দিয়েছে। যেখানে তিনি বলেছিলেন, রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ‘শুদ্ধি অভিযান’ ৫ সেপ্টেম্বর সমাপ্ত হয়েছে।”

"প্রায় তিন সপ্তাহ পরেও আমরা দেখতে পাচ্ছি, উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে সহিংসতা শুরু হয়েছিল তার তীব্রতা কমেনি।রোহিঙ্গাদের ঘর ও গ্রাম নির্যাতনের আগে পুড়েছে এবং এখনও পুড়ছে। দেখা যাচ্ছে, কর্তৃপক্ষ শুধুমাত্র রোহিঙ্গাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েই সন্তুষ্ট নয়, তাদের যাতে ফেরার মতো কোনও বাড়ি না থাকে তাও নিশ্চিত করা হচ্ছে”- যোগ করেন তিরানা হাসান।

রোহিঙ্গাদের বিরুদ্ধে চলা জাতিগত নিধন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে এবং জড়িতদের বিচারের মুখোমুখি করারও দাবি জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ট মিয়ানমারে স্বাধীনতার পর থেকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হচ্ছে রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা। সর্বশেষ ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ও সেনা স্থাপনায় রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। কিন্তু তারা বেসামরিক রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালায় বলে অভিযোগ জাতিসংঘের। আর এতে যোগ দেয় স্থানীয় বৌদ্ধরাও। তাদের নির্যাতনের হাত থেকে বাঁচতে এরই মধ্যে প্রায় চার লাখ ২৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এমটিনিউজ
captcha