IQNA

আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কি?

19:11 - September 23, 2017
সংবাদ: 2603900
আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ প্রত্যেক বান্দার চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত। আর এ নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা তখনই সহজ হবে যখন একজন বান্দা আল্লাহর পছন্দনীয় আমল সম্পাদন করবে।
আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কি?
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র ইসলামের শিক্ষানুযায়ী অনেক আমল ও কাজ রয়েছে; যেগুলো আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ করা সম্ভব। কিন্তু আজ আমরা জানব যে, আমিরুল মু’মিনিন আলী ইবনে আবি তালিবের (আ.) দৃষ্টিতে আল্লাহর নিকট মানুষের জন্য সবচেয়ে প্রিয় আমল কোনটি। কেননা এ বিষয়টি আমাদেরকে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভে সহায়ক ভূমিকা রাখবে।

আমিরুল মু’মিনিন আলী (আ.) এ সম্পর্কে একটি হাদীসে উল্লেখ করেছেন,

«انتظروا الفرج ولاتیأسوا من روح الله، فان احب الاعمال الى الله عزوجل انتظار الفرج ...  والمنتظر للفرج کالمتشحط بدمه فى سبیل الله».   

অর্থাৎ আল্লাহর নিকট সর্বোত্তম আমল হচ্ছে ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের প্রতীক্ষা করা এবং আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। কেননা ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের প্রতীক্ষাকারীরা হল আল্লাহর পথে জীবন বিসর্জনকারী শহীদদের ন্যায়।

সূত্র: বিহারুল আনওয়ার; ৫২তম খণ্ড, পৃ. ১২৩
captcha