IQNA

ভবিষ্যতে রোহিঙ্গাদের মতো অবস্থা আমাদেরও হতে পারে : আজম খান

14:19 - September 24, 2017
সংবাদ: 2603906
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা আজম খান বলেছেন, ভবিষ্যতে রোহিঙ্গাদের মতো অবস্থা আমাদেরও হতে পারে। গতকাল শনিবার লখনৌতে সমাজবাদী পার্টির রাজ্য সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি ওই আশঙ্কা ব্যক্ত করেন।
ভবিষ্যতে রোহিঙ্গাদের মতো অবস্থা আমাদেরও হতে পারে : আজম খান
বার্তা সংস্থা ইকনা: আজম খান মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘ওরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানকে বিভক্ত করে আলাদা করে দিতে চাচ্ছে। আপনারা হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টানের সম্মিলিত শক্তিতে পরিণত হোন। আমি আপনাদের সকলের পুরোনো সঙ্গী।’

তিনি বিজেপিকে টার্গেট করে বলেন, ‘যারা আমাদের পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তারা বলুন আমরা ভারতে সবচেয়ে ভালো মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় কি পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছি?’

তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী বলছেন, ৬ মাসের মধ্যে কোনো দাঙ্গা হয়নি। সেটা তো আমিও বলি যে দাঙ্গা আপনারাই করিয়ে থাকেন। গুজরাট পর্যন্ত দাঙ্গাকারী আপনারা এবং দাঙ্গা থামানোতেও আপনারা।’

আজম খান বলেন, ‘মিথ্যা কথা বলে ক্ষমতায় আসা যায় কিন্তু সবসময় তা থাকবে না।’

বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, এটা উত্তর প্রদেশের দুর্ভাগ্য যে লোকদের পেনশন বন্ধ হয়ে গেছে, যাতে তাদের চুলো জ্বলত। ওই জালিমদের জন্য বদদোয়া করুন যারা কর্মসংস্থান কেড়ে নিয়েছে, শান্তি কেড়ে নিয়েছে, পেট চিরে যারা দেখেছে আপনারা কী খেয়েছেন!

তিনি বলেন, ‘এটাই আমাদের মহান ভারত, এটা আমাদের মায়ের গর্ভ যেখানে আমাদের রক্ত ছড়িয়ে আছে। কবরস্থানের নামে, শ্মশানের নামে, ঈদের নামে, দেওয়ালির নামে আমাদের ক্ষতের হিসাব, আমাদের ক্ষতের ব্যথা জানাও যায় না। এটাই বিস্ময়কর সত্য যা গোটা বিশ্ব দেখছে।’

সম্মেলনে সমাজবাদী পার্টির মহাসচিব রামগোপাল যাদব সকলকে সতর্ক করে দিয়ে বলে, ‘দেশ একদলীয় শাসনের দিকে যাচ্ছে। ২০১৯ সালে নরেন্দ্র মোদি ফের ক্ষমতায় আসতে পারলে নির্বাচন হবে না।’

তিনি বলেন, ‘হিটলারও দেশের গৌরব ফিরিয়ে আনার নামে ক্ষমতায় এসে স্বৈরশাসকে পরিণত হন। জার্মানিকে এজন্য অনেক মূল্য দিতে হয়েছিল।’

সম্মেলনে সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সমাজবাদী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের উদ্দেশ্যে আহ্বান জানান। এমটিনিউজ
captcha