IQNA

ইসরাইলের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছে বাহরাইন

15:29 - September 24, 2017
সংবাদ: 2603907
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছে পারস্য উপসাগরীয় আরব দেশ বাহরাইন। বিষয়টি নিয়ে এরইমধ্যে বাহরাইন ও পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, মানামা এবং তেল আবিব কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পথে রয়েছে। এ বিষয়ে খুব শিগগিরি ঘোষণা দেয়া হতে পারে।
ইসরাইলের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছে বাহরাইন
বার্তা সংস্থা ইকনা: নাম প্রকাশে অনিচ্ছুক বাহরাইনের কয়েকজন সরকারি কর্মকর্তা মিডলইস্ট আই নিউজ পোর্টালকে শনিবার বলেছেন, সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে সম্ভবত আগামী বছরে রাষ্ট্রীয় ঘোষণা দেয়া হতে পারে।
ওই কর্মকর্তারা জানান, বাহরাইন ও ইসরাইল এরইমধ্যে ব্যবসায়ী এবং ধর্মীয় নেতাদের সফর বিনিময়ের বিষয়ে কাজ করছে। এমনকী দুপক্ষের মন্ত্রীদের মধ্যেও সে সফর হতে পারে।
মানামার কয়েকটি সূত্র বলেছে, সরকারি ঘোষণার পরই ইসরাইল ও বাহরাইনের মধ্যে বাণিজ্য চুক্তি হবে।
তবে একজন পশ্চিমা কর্মকর্তা বলেছেন, সম্পর্ক প্রতিষ্ঠার পরও শিগগিরি বাহরাইনে ইসরাইলি দূতাবাস খোলা হবে বলে মনে হয় না।
বাহরাইনের একজন কর্মকর্তা মিডলইস্ট আই-কে বলেন, মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা এবং ইরানের সঙ্গে লড়াইয়ের নীতি থেকেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে।
তিনি তার ভাষায় বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ফলে কোনো সমস্যা হবে না। ইসরাইল আমাদের নিরাপত্তার জন্য হুমকি নয় অথবা তারা যুক্তরাষ্ট্রকে নিয়ে কোনো ষড়যন্ত্র করবে না কিন্তু ইরান নিশ্চয় তা করে। আরটিএনএন
ট্যাগ্সসমূহ: ইসরাইল ، বাহরাইন ، ইকনা ، সরকার ، ভাষা
captcha