IQNA

গোনাহ থেকে মুক্তির শর্ত হচ্ছে আহলে বাইতে সাথে সম্পর্ক রাখা

18:38 - September 24, 2017
সংবাদ: 2603911
আন্তর্জাতিক ডেস্ক: একমাত্র আহলে বাইতের সাথে সম্পর্ক রাখার মাধ্যমেই গোনাহ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর ইমাম হুসাইনের শোকে আজাদারি করা ও শোক পালন হচ্ছে আহলে বাইতের সাথে সম্পর্কের একটি নমুনা।
গোনাহ থেকে মুক্তির শর্ত হচ্ছে আহলে বাইতে সাথে সম্পর্ক রাখা
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম আনসারিয়ান বলেন, যারা আহলে বাইতে ভালবাসে এবং সত্যবাদী তারা কখনোই গোনাহে লিপ্ত হয় না।

তিনি বলেন: সাদেকিনদের পথ ছাড়া অন্য পথে চলা উচিত নয়। কেননা তা মানুষকে বিপথগামী করে।

সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে বলা হয়েছে: হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক।

এর আগে কয়েকটি আয়াতে আল্লাহর বিধান অমান্যকারীদের সম্পর্কে বলা হয়েছে, যারা বাস্তবে আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করতে পারেনি বরং এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর নির্দেশে মুসলমানরা তাদেরকে বয়কট করেছে। তাদেরকে তিরস্কার করেছে। ১১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ঈমান বা বিশ্বাসের দৃঢ়তার কারণে সত্যপন্থী হিসেবে সম্মানিত হয়েছেন। তাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা উচিত।

ঈমান বা বিশ্বাসের কতগুলো স্তর এবং পর্যায় আছে। শুধুমাত্র আল্লাহ এবং পরকালে বিশ্বাস করাই যথেষ্ট নয়। একজন ঈমানদারকে অবশ্যই কাজে-কর্মে সত ও নিষ্ঠাবান হতে হবে। শুধু মুখে বললেই ঈমান অর্জিত হয় না। অন্তরে বিশ্বাস, মৌখিক ঘোষণা এবং কার্যে তা পরিণত করাকে ঈমান বলা হয়। এই আয়াতে ঈমানদারদেরকে সত্যবাদিতার উপদেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, সত্যপন্থীদের অন্তর্ভুক্ত হয়ে থাকতে।

এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেয়া হয়েছে, সত্যবাদী ও সতকর্মশীলদের সংসর্গ- মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষায় সহায়তা করে এবং ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা  যোগায়। নিষ্ঠা ও সত্যবাদিতার গুরুত্ব এত বেশি যে মহান আল্লাহ তার প্রিয় নিষ্পাপ অলিদের সম্পর্কে সত্যবাদী বা সাদেকীন শব্দ ব্যবহার করেছেন।
iqna
captcha