IQNA

সর্বোচ্চ নেতা;

মুমিন যুবকরা দায়েশকে ধ্বংস করে মার্কিনের ষড়যন্ত্র নস্যাৎ করেছে

18:44 - November 22, 2017
সংবাদ: 2604380
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা আলী খামেনেয়ী বলেছেন, ইসলামি বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ প্রতিরোধকে নস্যাৎ করার জন্য শত্রুরা তাদের সর্বশক্তি কাজে লাগিয়েছে।
মুমিন যুবকরা দায়েশকে ধ্বংস করে মার্কিনের ষড়যন্ত্র নস্যাৎ করেছে


বার্তা সংস্থা ইকনা: কিন্তু ঈমানদীপ্ত তরুণরা দায়েশ
বা আইএস নামক ক্যান্সার সৃষ্টিকারী টিউমার অপসারণ করে আমেরিকা ও ইসরাইলি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। ইসলামি বিপ্লব বিজয়ের আটত্রিশ বছর পর তরুণরা "আমরা পারি"-এই সত্য আবারও প্রমাণ করেছে।

আজ সকালে স্বেচ্ছাসেবক বাহিনীর কয়েক হাজার সদস্যকে দেয়া সাক্ষাতে সর্বোচ্চ নেতা এই মন্তব্য করেন। তিনি বলেন, আল্লাহর সাহায্য এবং মরহুম ইমাম খোমেনি (রহ) এর দূরদর্শী নেতৃত্বে ইরানি জনগণের চেষ্টায় ইসলামকে একটি রাজনৈতিক ব্যবস্থায় দাঁড় করানো সম্ভব হয়েছে।

সর্বোচ্চ নেতা কুরআনের আয়াত উল্লেখ করে বলেন,আল্লাহর রাস্তায় সংগ্রাম করা ইহকালীন সম্মান ও মর্যাদা এবং পরকালীন মুক্তির সোপান। তিনি বলেন,আজকের ইরানের অবস্থা আটত্রিশ বছর আগের তুলনায় হাজার গুণ বেশি উন্নত ও শক্তিশালী। এই উন্নয়ন ও অগ্রগতিকে প্রতিরোধ সংগ্রামের পার্থিব পুরস্কার বলে সর্বোচ্চ নেতা মন্তব্য করেন।

মুমিন তরুণ প্রজন্ম ইমাম খোমেনি (রহ) কে দেখে নি, বিপ্লবী আন্দোলন কিংবা পবিত্র প্রতিরোধ যুদ্ধও দেখে নি তারপরও এই প্রজন্ম মধ্যপ্রাচ্যে যে প্রভাব বিস্তারকারী ভূমিকা রেখেছে তাকে সর্বোচ্চ নেতা ইসলামি বিপ্লবের 'মুজিজা' বলে উল্লেখ করেছেন।

ঈমান দীপ্ত জনতা এবং তরুণদের মাধ্যমে বর্বর তাকফিরি সন্ত্রাসীদের নির্মূল করার ঘটনাকে একটি বিরাট সাফল্য বলে মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন,প্রতিবেশি বহু দেশও বিশ্বাস করতে পারে নি দায়েশ সন্ত্রাসীদের নির্মূল করা যাবে। তারা এখন অবাক হয়ে দেখছে বিপ্লবী তরুণদের বিজয় এবং বর্বর দায়েশ সন্ত্রাসীদের পরাজয়।

iqna


captcha