IQNA

আমিরুল মু’মিনের(আ.)নিকট প্রবীণদের ভাবনার শ্রেষ্ঠত্বের কারণ?

16:25 - November 23, 2017
সংবাদ: 2604382
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, দুনিয়া প্রবীণদের বুদ্ধি আর যুবকদের শক্তির মাধ্যমে পরিচালিত হয়। কেননা প্রবীণরা বহুদিন জীবন-যাপন করে অনেক অভিজ্ঞতা অর্জন করেন আর যুবকরা তাদের যৌবনের শক্তির মাধ্যমে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে।

বার্তা সংস্থা ইকনা: বার্তা সংস্থার রিপোর্ট: আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, «رَأْیُ الشَّیْخِ أَحَبُّ إِلَیَّ مِنْ جَلَدِ الْغُلَامِ. وَرُوِیَ مِنْ مَشْهَدِ الْغُلَامِ؛  প্রবীণদের চিন্তাধারা আমার নিকট যুবকদের চেষ্ঠার থেকেও বেশী মূল্যবাণ।

হাদিসটির শিক্ষা হচ্ছে প্রবীণদের চিন্তাধারা অনেক মূল্যবাণ সম্পদ কেননা তারা বহুদিন ধরে বিভিন্ন প্রেক্ষাপট থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন। কিন্তু যুবকদের মধ্যে সেই অভিজ্ঞতা নেই তাদের মধ্যে রয়েছে যৌবনের অফূরন্ত শক্তি। তারা যদি প্রবীণদের উপদেশ মেনে চলে তাহলে তাদের যৌবনের শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে পারবে।  শাবিস্তান
captcha