IQNA

ইমাম মাহদী(আ.) প্রতিশোধ গ্রহণকারী বলা হয় কেন

18:47 - November 24, 2017
সংবাদ: 2604392
মানুষ যে কাজের প্রতি তার সন্তুষ্টি প্রকাশ করবে সে ঐ কাজ পালনকারী হিসাবে চিহ্নিত হবে। যদি পৃথিবীর পশ্চিম কোনে কেউ নিহত হয় আর পূর্ব কোনে থাকা মানুষ সেই হত্যার প্রতি সমর্থন দেয়েও সন্তোষ প্রকাশ করে তাহলে সে ঐ হত্যাকাণ্ডে শরিক বলে বিবেচিত হবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম হুসাইন(আ.) ইমাম সাজ্জাদ(আ.)-কে বলেছেন, আল্লাহর শপথ যতদিন পর্যন্ত আমার সন্তান মাহদী আমার রক্তের বদলা না নিবে ততদিন আমার রক্তের উত্তাপ নির্বাপিত হবে না।

ইমাম রেজার কাছে এই হাদিস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন: হাদিসটি সঠিক। তখন আবার প্রশ্ন করা হল কুরআনের বলা হয়েছে কেউ অন্যের গোনাহের বোঝা বহন করবে না। ইমাম বললেন: পবিত্র কোরআনের বানী সম্পূর্ণ সত্য তাতে কোন ভুল নেই। কিন্তু যারা ইমাম হুসাইনকে(আ.) হত্যা করেছিল তাদের সন্তানরাও তাদের পূর্বপুরুষদের কাজে সন্তুষ্ট ছিল এবং সম্মতি দিয়েছিল। আর এজন্যই তাদের থেকে প্রতিশোধ নেয়া হবে।

প্রবাদও রয়েছে: অন্যায় যে করে আর অন্যায় যে সয় তব ঘৃণা যেন তারে তৃণ সমূদয়।

জিয়ারতে আশুরাতে আমরা পড়ে থাকি যারা ইমাম হুসাইনকে হত্যা করেছে তার উপর জুলুম করেছে এবং যারা এই কাজে সম্মতি ও সমর্থন যুগিয়েছে এবং রাজি ছিল তাদের সবার উপর আল্লাহ লানত বর্ষিত হোক। শাবিস্তান
captcha