IQNA

সর্বোচ্চ নেতা;

জনগণকে নিরাশ করাই শত্রুদের প্রধান উদ্দেশ্য

22:08 - December 27, 2017
সংবাদ: 2604657
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উজমা আলী খামেনেয়ি বলেছেন, বর্তমানে শত্রুদের নরম যুদ্ধের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইরানী জনগণের নিকট থেকে আশা এবং আস্থা কেড়ে নেওয়া।

জনগণকে নিরাশ করাই শত্রুদের প্রধান উদ্দেশ্য

 

বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন সরকার হচ্ছে বিশ্বের সবচেয় বড় জালিম ও দুর্নীতিবাজ সরকার। তারা এখনও দায়েশ এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে। একইভাবে মধ্যপ্রাচ্যের স্বৈরাচারী সরকারগুলোকেও সমর্থন দিচ্ছে আমেরিকা।

আজ (বুধবার) রাজধানী তেহরানে ইসলামি প্রচার সমন্বয়কারী পরিষদের সদস্য ও কর্মকর্তারা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বিশ্বের সবচেয়ে দুর্নীতিবাজ ও জালিম সরকারগুলোর একটি হচ্ছে মার্কিন সরকার। আর এই সরকারই হচ্ছে ইরানের প্রধান শত্রু। সম্ভব হলেই তারা দায়েশ ও অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দিচ্ছে।

সর্বোচ্চ নেতা বলেন, ইয়েমেন ও ফিলিস্তিনে যারা অপরাধযজ্ঞ চালাচ্ছে তাদের প্রতি মার্কিন সরকার সমর্থন দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা নিজ দেশের জনগণের ওপরও নির্যাতন চালাচ্ছে। মার্কিন পুলিশ কৃষ্ণাঙ্গ নারী, শিশু ও তরুণদেরকে হত্যা করছে। কিন্তু আদালত হত্যাকারীদেরকে নির্দোষ ঘোষণা করছে। এই হলো তাদের বিচার ব্যবস্থা। কিন্তু তারাই অন্যান্য দেশের বিচার ব্যবস্থার সমালোচনা করছে। তারাই আমাদের ধর্মীয় বিচার ব্যবস্থা নিয়ে কথা বলছে।

শত্রুদের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সর্বোচ্চ নেতা। আমেরিকা ষড়যন্ত্র করে সফল হতে পারবে না বলেও তিনি ঘোষণা করেন।

iqna

 

 

captcha