IQNA

জমিন কখনোই আল্লাহর হুজ্জাত থেকে খালি থাকে না

14:09 - January 16, 2018
সংবাদ: 2604804
আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) বলেছেন, পৃথিবী কখনোই আল্লাহর হুজ্জাত থেকে খালি থাকে না এবং তাদের কারণেই পৃথিবীকে টিকে আছে।

জমিন কখনোই আল্লাহর হুজ্জাত থেকে খালি থাকে না
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মাওলা আলী (আ.) বলেছেন, আল্লাহর হুজ্জাত দুনিয়াতে আছেন বলেই দুনিয়া টিকে আছে। আর তাদের উপস্থিতি দুইভাবে হয় তারা প্রকাশ্যে রয়েছেন এবং সবাই তাকে দেখছে অথবা অপ্রকাশ্য ও অন্তরালে রয়েছেন। যাতে আল্লাহর হুজ্জাত বেচে থাকতে পারেন এবং দুনিয়াকে পরিচালিত করতে পারেন।

এছাড়াও ইমাম মাহদীর অস্তিত্বের সুফল শুধুমাত্র জ্ঞানের বর্ণনার মাধ্যমে নয় বরং তার বরকতের মানুষ বেচে আছে এবং সকল কল্যাণ লাভ করছে।

ইমাম মাহদী (আ.) নিজেই বলেছেন: আমি অদৃশ্য থাকার সময় মানুষজন মেঘের আড়ালে লুকিয়ে থাকা সূর্য থেকে যেভাবে লাভবান হয় আমার থেকে ঠিক সেভাবে লাভবান হবে। (কামালুদ্দিন, পৃ. ৪৮৫)

তিনি বলেছেন: এ পৃথিবী আল্লাহর অকাট্য দলিল থেকে কখনো খালি থাকবেনা আর সেই দলিল প্রকাশ্য ও হতে পারে আবার অপ্রকাশ্য ও হতে পারে। (কামালুদ্দিন, পৃ. ৫১১)

ইমামগণ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ অস্তিত্ব হিসাবে সকল অস্তিত্বের কাছে আল্লাহর রহমত ও বরকত পৌঁছে দিবেন আর এক্ষেত্রে তার প্রকাশ্য ও অদৃশ্য অবস্থার মধ্যে কোন পার্থক্য নেই। হ্যাঁ প্রত্যেকেই ইমামের অস্তিত্ব থেকে লাভবান হয়ে থাকে এবং ইমাম মাহদীর ( আ.) অন্তর্ধান তাতে কোন বাধার সৃষ্টি করে না। শাবিস্তান

captcha