IQNA

ইমাম মাহদী(আ.) সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর

14:51 - January 18, 2018
সংবাদ: 2604825
হুজ্জাতুল ইসলাম মোহসেন কারায়াতি দিক দর্শন নামে একটি গ্রন্থে ইমাম মাহদী সংক্রান্ত ৪০টি প্রশ্নের জবাব দিয়েছেন।

ইমাম মাহদী(আ.) সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি এই গ্রন্থে গুরুত্বপূর্ণ ৪০টি প্রশ্নের জবাব দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে: কেন ইমাম মাহদী অন্তর্ধানে গেলেন? তার রাষ্ট্রের বৈশিষ্ট্য কি? এই কথাটি কি সত্য যে দুনিয়া অন্যায়ে ভরে গেলে তখন ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে? কি পরিমাণ সাহায্যকারী হলে ইমাম মাহদীর আত্ম প্রকাশ করবেন?

আরও প্রশ্ন হচ্ছে: ইমাম মাহদীর আবির্ভাব কবে হবে? অন্তর্ধানের যুগে কি ইমাম মাহদীকে দেখা সম্ভব? জামকারান মসজিদ যিয়ারতের বিষয়টি নির্ভর যোগ্য? ইমাম মাহদীর কি সন্তান ও স্ত্রী আছে? ইমাম মাহদীর প্রতীক্ষাকারীরা কিভাবে তাকে সাহায্য করবে? কিভাবে সম্ভব যে ইমাম মাহদী শিশু বয়সে বিশ্বের নেতৃত্ব দিলেন? ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে কি ইমাম মাহদীর ন্যায়পরায়ণ রাষ্ট্রের আদলে কোন রাষ্ট্র গড়ে উঠবে?

যে কারণে নবীর দরকার ঠিক সেই কারণেই ইমাম থাকার প্রয়োজন রয়েছে। নিষ্পাপ তথা মাসুম ইমামের প্রয়োজনীয়তার দলিল হচ্ছে, মানুষ হচ্ছে দুর্বল এবং তাদের জ্ঞানের পরিধি অনেক কম।

সাধারণ মানুষের বিবেক যদি পরিপূর্ণ হত তাহলে তাদের সিদ্ধান্তে কোন ভুল হতো না এবং মানুষ তাদের সিদ্ধান্তের জন্য কখনোই অনুতপ্ত হত না। তাহলে কোন তালাক বা ছাড়াছাড়ির ঘটনা ঘটত না। কিন্তু বাস্তবে তা অহরহ ঘটছে।

আর একারণেই নবীগণের পর মানুষের হেদায়েতের জন্য মাসুম ইমামের প্রয়োজন রয়েছে যার প্রথম জন হলেন হযরত আলী(আ.) এবং সর্বশেষ হচ্ছেন ইমাম মাহদী(আ.)। শাবিস্তান

captcha