IQNA

মহানবীর অনুরূপ ইমাম মাহদীও আমাদের হেদায়েত করেন

20:58 - January 20, 2018
সংবাদ: 2604842
যেনে রাখ আমাদের ইমামগণের মধ্যে সর্ব শেষ হচ্ছেন ইমাম মাহদী আল কায়েম। তিনি আল্লাহর নির্বাচিত এবং সর্ব শেষ ইমাম।

মহানবীর অনুরূপ ইমাম মাহদীও আমাদের হেদায়েত করেন

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: যেনে রাখ রাখুন যে তিনি সকল জ্ঞান বিজ্ঞান এবং নবীগণের ইলমের উত্তরাধিকারী।

মহান আল্লাহ মহানবী সম্পর্কে বলেছেন, و إِنَّکَ لَعَلی خُلُقٍ عَظِیمٍ হে নবী আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করেছি।

মহানবী(সা.) বলেছেন: الْمَهْدِیُّ مِنْ وُلْدِی اسْمُهُ اسْمِی وَ کُنْیَتُهُ کُنْیَتِی أَشْبَهُ النَّاسِ بِی خَلْقاً وَ خُلْقا মাহদী হচ্ছে আমার সন্তান তার নাম আমার নামের অনুরূপ এবং সে সকল দিক থেকে আমার মত।

সূরা আনফালের ৩৩ নং আয়াতে আল্লাহ বলেছেন: و ما کانَ اللَّهُ لِیُعَذِّبَهُمْ وَ أَنْتَ فیهِمْ হে নবী আপনি যতদিন তাদের মধ্যে আছেন তাদের উপর কোন আযাব নাজিল করব না।

ইমাম মাহদীও বলেছেন: إِنِّی أَمَانٌ لِأَهْلِ الْأَرْضِ کَمَا أَنَّ النُّجُومَ أَمَانٌ لِأَهْلِ السَّمَاءِ» যেভাবে তারকারাজি আসমানের নিরাপত্তা দান করেছে আমিও ঠিক সেভাবে জমিনবাসীর নিরাপত্তা দানকারী।

কুরআনের ভাষ্য অনুযায়ী মহানবী হলেন, یا أَیُّهَا النَّبِیُّ إِنَّا أَرْسَلْناکَ شاهِداً وَ مُبَشِّراً وَ نَذیراً وَ داعِیاً إِلَی اللَّهِ بِإِذْنِهِ وَ سِراجاً مُنیرا» আল্লাহর পথে হেদায়েতকারী আলোকবর্তিকা। অনুরূপভাবে ইমাম মাহদীও আমাদের হেদায়েতের কাণ্ডারি। السَّلَامُ عَلَیْکَ یَا دَاعِیَ اللَّه»

হযরত মুহাম্মাদ(সা.) হচ্ছেন শেষ নবী। আর ইমাম মাহদীও হচ্ছেন শেষ আওসিয়া «أَنَا خَاتِمُ الْأَوْصِیَاءِ وَ بِی یَدْفَعُ اللَّهُ الْبَلَاءَ عَنْ أَهْلِی وَ شِیعَتِی؛ আর তার বদৌলতেই আমরা বেচে আছি।

captcha