IQNA

মরক্কোয় দৃষ্টিহীনদের মাঝে ডিজিটাল কুরআন বিতরণ

16:25 - February 13, 2018
সংবাদ: 2605041
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: প্রথমবারের মত মরক্কোর দৃষ্টিহীন ও অল্পদৃষ্টির অধিকারী লোকদের মাঝে ডিজিটাল কুরআন বিতরণ করা হয়েছে।

Hespress এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ডিজিটাল এই কুরআনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষ কলমের ছোয়ায় স্বয়ংক্রিয়ভাবে তেলাওয়াত শুরু হয়। সংযুক্ত আরব আমিরাতের ‘মুয়াদ্দাহ’ ও মালয়েশিয়ার ‘নাসিম’ সংস্থার অর্থায়নে এবং মরক্কোর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও উয়ুন সংস্থার সহযোগিতায় নির্মিত হয়েছে ডিজিটাল কুরআনগুলো।

মরক্কো সরকারের মুখপাত্র মুস্তাফা খালফি ডিজিটাল কুরআন বিতরণ প্রসঙ্গে বলেন: নতুন এ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পবিত্র কুরআনের তেলাওয়াত থেকে উপকৃত হওয়ার সুবিধা পাবে দৃষ্টিহীনরা।

তিনি এ কুরআন নির্মাণে দৃষ্টিহীনদের বিষয়ে তৎপর বিভিন্ন সংস্থা বিশেষ করে ‘উয়ুনে’র প্রচেষ্ঠার ভূয়সী প্রসংশা করেন।

সংযুক্ত আরব আমিরাতের বিশেষ প্রতিনিধি ইব্রাহিম ইয়াকুবি অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: দৃষ্টিহীন ও অল্পদৃষ্টির অধিকারী ব্যক্তিদের জন্য ৫ হাজার ডিজিটাল কুরআন প্রস্তুত করা হয়েছে।#3691260

 

captcha