IQNA

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৭০টি দেশের প্রতিনিধি

0:25 - February 17, 2018
সংবাদ: 2605075
আন্তর্জাতিক ডেস্ক: মিশরীয় এন্ডোভমেন্ট মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবে।

 

বার্তা সংস্থা ইকনা: মিশরের এনডাউমেন্ট এবং ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের অ্যাফেয়ার্স পরিচালক আশরাফ ফাহমী এ ব্যাপারে বলেছেন: মিশরে ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইসলামী দেশ, ইউরোপীয় এবং পূর্ব এশিয়ার ৭০টি দেশের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করবে।

তিনি বলেন: আরবি দেশসমূহের মধ্যে ১০ জন দক্ষ বিচারক এই প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করবেন।

শরে ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২৪শে মার্চে শুরু হবে। হেফজ, তারতিল ও কুরআনের তাফসির বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টানা ৬ দিন ব্যাপী প্রতিযোগিতা অব্যাহত থাকবে। ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা কুদস শরীফের সাথে একাত্মতা প্রকাশের জন্য "আরব কুদস" শিরোনামে অনুষ্ঠিত হবে।

iqna

 

 

captcha