IQNA

মরক্কোর মসজিদসমূহে রাখা হবে ব্রেইল পদ্ধতিতে লেখা কুরআন শরিফ

3:58 - February 24, 2018
3
সংবাদ: 2605120
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্কঃ দৃষ্টিহীনদের পড়ার সুবিধার্থে মরক্কোর ‘তাতওয়ান’ অঞ্চলের মসজিদগুলোতে ব্রেইল পদ্ধতিতে লেখা কুরআন শরিফ রাখা হবে।

Tanja24.com এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মরক্কোর ইসলাম বিষয়ক অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় প্রধান আব্দুল হাই গালাবযুরি এ সম্পর্কে জানিয়েছেন, এ অঞ্চলের মসজিদগুলোতে দৃষ্টিহীনদের সুবিধার্থে ব্রেইল পদ্ধতিতে লেখা কুরআন শরিফ রাখা হবে।

তিনি বলেন: বর্তমানে তাতওয়ার অঞ্চলে একটু নতুন মসজিদ নির্মিত হচ্ছে। এতে বিকলাঙ্গদের সুবিধার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। মরক্কোর সংবিধান বাস্তবায়নে এ পদক্ষেপ গৃহীত হয়েছে।

আব্দুল হাই গালাবরুজি বলেন: এছাড়া তাতওয়ান অঞ্চলের অপর সকল পুরাতন মসজিদগুলোতেও এক ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, ব্রেইল পদ্ধতিটি সর্বপ্রথম লুইস ব্রেইল নামক ফরাসী এক ব্যক্তি দৃষ্টিহীনদের পড়ার জন্য আবিস্কার করে। এ পদ্ধতিতে স্পর্শ করা যায় এমন ডটের মাধ্যমে অক্ষরগুলো লেখা হয়। যাতে দৃষ্টিশক্তিহীনরা সেটা স্পর্শ করার মাধ্যমে তা পড়তে পারে।#3693853

 

প্রকাশিত: 3
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
dxbajkrp
0
0
20
rlntscbm
0
0
20
dtkjmoxg
0
0
20
captcha