IQNA

সর্বোচ্চ নেতা;

আমাদের হৃদয় সংশোধন করতে হবে

23:57 - April 12, 2018
সংবাদ: 2605498
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সিস্টেম এজেন্টদের সাথে এক বৈঠকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনায়ী সেদেশের কর্মকর্তাদের আত্ম-সমালোচনা ও নৈতিক উন্নতির পরামর্শ দিয়েছেন।

আমাদের হৃদয় সংশোধণ করতে হবে
বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা বলেন; ইসলামী প্রজাতন্ত্রের জন্য আমাদের হৃদয়কে সংশোধন করতে হবে। কারণ ইসলামী প্রজাতন্ত্র বিশ্বের সাধারণ প্রচলিত সরকারী প্রথা থেকে ভিন্ন।
ফার্সি সানের নতুন বছর শুরু উপলক্ষে সর্বোচ্চ নেতা সেদেশের সরকারী কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এ কথা বলেন।
এই বৈঠকে হযরত আয়াতুল্লাহ খামেনায়ী বলেন: আপনারা পুরুষরা এবং কিছু সংখ্যক নারীরা যার এখানে উপস্থিত রয়েছে… আপনাদের মধ্যে অনেকেই ইসলামী বিপ্লবের সময়ে বিপ্লবী কার্যক্রমে লিপ্ত ছিলেন। অর্থাৎ (ফার্সি) ১৩৬০ শতাব্দীকে ভালোভাবে অনুভব করেছেন। আপনাদের কি ঐ সময়ের কথা মনে আছে? ঐ সময়ে আমারে আচরণসমূহের কথা মনে আছে? ঐ সময়ে আপনাদের সম্পত্তি মূল্যায়নের কথা মনে আছে? ঐ সময় আপনারা যে সেবা করেছেন সেগুলো কি মনে আছে? আমরা ভুলে যায়; এটাই আমাদের সমস্যা।
ক্রমান্বয়! আমাদের একটি সমস্যা হচ্ছে ক্রমান্বয়। অর্থাৎ ক্রমান্বয়ে আমাদের শারীরিক গঠনের পরিবর্তন হচ্ছে ও বয়স বৃদ্ধি পাচ্ছে। অথচ আমরা বুঝতে পারিনা। যদি কারো সাথে আপনার ২০ অথবা ২৫ বছর পর দেখা হয়, তখন তার পরিবর্তনকে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ তার বয়স বৃদ্ধি বিষয়টি আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনার বসয় বৃদ্ধি বিষয়টি আপনি অনুভব করতে পারেন না। কারণ ক্রমান্বয় হয়। এ ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে।
তিনি বলেছেন, কর্মকর্তাদেরকে আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সর্বোচ্চ নেতা বলেন, রাষ্ট্রের আইনবিভাগ, নির্বাহী ও বিচারবিভাগ -সবই এক এবং সবারই উচিত নিজের মূল্যায়ন করা।
তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানে আমাদের অন্তরকে বিশুদ্ধ করার প্রয়োজন রয়েছে কারণ ইসলামি ইরান প্রচলিত অন্য রাষ্ট্র থেকে আলাদা; এ রাষ্ট্রের জন্ম হয়েছে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য, উদ্দেশ্য ও মিশন নিয়ে যার মূলে রয়েছে তৌহিদ বা একত্ববাদ।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, “মুক্তি, ন্যায়বিচার ও স্বাধীনতা -আমরা যা কিছু চাই না কেন তার সবই ইসলামের পতাকার আওতায় অর্জন করা সম্ভব।”
iqna

captcha