IQNA

বসন্তের আয়াতসমূহের তিলাওয়াত -৫;

আব্দুল আজিজ হাস্সানের সুললিত কণ্ঠে সূরা ফাতিরের তিলাওয়াত

1:06 - April 14, 2018
সংবাদ: 2605513
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কুরআনে বেশ কয়েক স্থানে বসন্তে কথা উল্লেখ করা হয়েছে। সূরা ফাতিরেও বসন্তের কথা উল্লেখ রয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: মহান আল্লাহ তায়ালা পক্ষ থেকেই বসন্ত আসে যা তার রহমত ও বরকতের বার্তা সম্পর্কে আমাদেরকে অবগত করে। বসন্ত কালে ঠাণ্ডা বাসাত ঘুমিয়ে পড়ে এবং গাছপালা পুনরায় জন্মগ্রহণ করে। আকাশে মেঘ থাকে, পৃথিবীর বুক সবুজ হয়। প্রকৃতি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই সুন্দর মনোরম পরিবেশ বসন্তের আয়াতসমূহের তিলাওয়াত শুনে আমরা আমাদের হৃদয়কে বসন্ত সতেজতায় সতেজ করি।
বসন্তের আগমনে আমরা আজ বসন্তের সমন্বেয় আয়াতের তিলাওয়াত শুনবো্। মিশরের প্রশিদ্ধ ক্বারি আব্দুল আজিজ হাস্সান সূরা ফাতির তিলাওয়াত করেছেন।

১৯৮১ সালে মিশরের আহমাদী মসজিদে অনুষ্ঠিত একটি মাহফিলে তিনি এই তিলাওয়াতটি পেশ করেন। এই মাহফিলে তিনি সূরা ফাতিরের ১ থেকে ১৭ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন।

 


সূরা আনকাবূতের ৯ নম্বর আয়াতে জমিন মৃত হওয়ার পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে দৃষ্টিপাত করা হয়েছে:

وَاللَّهُ الَّذِي أَرْسَلَ الرِّيَاحَ فَتُثِيرُ سَحَابًا فَسُقْنَاهُ إِلَى بَلَدٍ مَيِّتٍ فَأَحْيَيْنَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا كَذَلِكَ النُّشُورُ ﴿۹﴾

এবং আল্লাহ সেই সত্তা যিনি বায়ু প্রেরণ করেন, ফলে তা মেঘমালাকে উত্তোলিত (ও সঞ্চারিত) করে: অতঃপর আমি সেগুলো মৃত নগরের দিকে হাঁকিয়ে দিই এবং এর দ্বারা ভূমিকে সেটার মৃত্যুর পর সজীব করে দিই। এরূপেই (মৃতদের) পুনরুত্থান ঘটবে।

iqna

captcha