IQNA

ইমাম মাহদীর রাষ্ট্রের প্রধান কর্মসূচী

0:45 - April 18, 2018
সংবাদ: 2605543
ইমাম মাহদী (আ.)-এর হুকুমত সম্পর্কে যে সকল রেওয়ায়তে বর্ণিত হয়েছে তা থেকে বোঝা যায় যে ,তার হুকুমতের প্রধান তিনটি কর্মসূচী রয়েছে এবং তা হচ্ছে: সাংস্কৃতিক কর্মসূচী ,সামাজিক কর্মসূচী এবং অর্থনৈতিক কর্মসূচী।

ইমাম মাহদীর রাষ্ট্রের প্রধান কর্মসূচী
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী (আ.)-এর হুকুমত সম্পর্কে যে সকল রেওয়ায়ত বর্ণিত হয়েছে তা থেকে বোঝা যায় যে ,তার হুকুমতের প্রধান তিনটি কর্মসূচী রয়েছে এবং তা হচ্ছে: সাংস্কৃতিক কর্মসূচী ,সামাজিক কর্মসূচী এবং অর্থনৈতিক কর্মসূচী।

যুগ যুগ ধরে যখন কুরআন বঞ্চিত ও একাকী হয়ে পড়েছে এবং জীবন পাতার এক কোণে ফেলে রেখেছিল এবং সকলেই তাকে ভুলে গিয়েছিল ;আল্লাহর শেষ হুজ্জাতের হুকুমতের সময়ে কুরআনের শিক্ষা মানুষের জীবনের সর্বক্ষেত্রে প্রবেশ করবে। সুন্নত যা হচ্ছে মাসুমদের বাণী ,কার্যকলাপ এবং তাকরির ,তা সর্বত্র উত্তম আদর্শ হিসাবে মানুষের জীবনে স্থান পাবে এবং সবার আচরণও কুরআন ও হাদীসের আলোকে পরিমাপ করা হবে।

ইমাম আলী (আ.), ইমাম মাহদী (আ.)-এর কুরআনী হুকুমতকে স্পষ্ট ভাষায় এভাবে বর্ণনা করেছেন: যখন মানুষের নফস হুকুমত করবে তখন (ইমাম মাহদী আবির্ভূত হবেন) এবং হেদায়েত ও সাফল্যকে নফসের স্থলাভিষিক্ত করবেন। যেখানে ব্যক্তির মতকে কুরআনের উপর প্রাধান্য দেওয়া হত তা পরিবর্তন হয়ে কোরআনকে সমাজের উপর হাকেম করা হবে।

ইমাম আলী (আ.) বলেছেন: আমাদের সময়ে অতি কঠিন সময় অতিবাহিত হবে কিন্তু যখন আমাদের কায়েম কিয়াম করবে তখন সকল হিংসা - বিদ্বেষ দূরীভূত হবে এমনকি সব ধরনের পশু - পাখিরাও একত্রে জীবন - যাপন করবে। সে সময়ে পরিবেশ এত বেশী নিরাপদ হবে যে , এক জন নারী তার সকল স্বর্ণ - অলঙ্কার ও টাকা - পয়সাসহ একাকী ইরাক থেকে সিরিয়া পর্যন্ত নির্ভয়ে পরিভ্রমণ করবে।

ইমাম রেজা (আ.) বলেছেন: ইমাম ,সহধর্মি ,সহপাঠী ,দয়ালু পিতা ,আপন ভাই ,সন্তানদের প্রতি মমতাময়ী মাতা এবং কঠিন মুহূর্তে মানুষের আশ্রয়স্থল।

হ্যাঁ তিনি সবার সাথে এত ঘনিষ্ঠ ও এত বেশী নিকটবর্তী যে ,সকলেই তাকে নিজেদের আশ্রয়স্থল মনে করবে।

রাসূল (সা.) ইমাম মাহদী (আ.) সম্পর্কে বলেছেন: তার উম্মত তার কাছে আশ্রয় নিবে যেভাবে মৌমাছিরা রানী মাছির কাছে আশ্রয় নেয়।

captcha