IQNA

১৪০ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা লিখে সম্পন্ন করলেন মিশরের ক্যালিগ্রাফির শিক্ষক + ছবি

3:12 - April 18, 2018
সংবাদ: 2605544
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের ডাকহলিয়া প্রদেশের আরবি ক্যালিগ্রাফির শিক্ষক হামদি বাহরাভি তার ৫৫ বছর বয়সে মাত্র ১৪০ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা লিখে সম্পন্ন করেছেন।



বার্তা সংস্থা ইকনা: ডাকহলিয়া প্রদেশের "শহীদ মুস্তাফা ভ্যাটিডি" প্রাথমিক স্কুলের আরবি ক্যালিগ্রাফির শিক্ষক। তিনি মাত্র ১৪০ দিনে পবিত্র কুরআনের সকল আয়াত লিখতে সক্ষম হয়েছেন।
এই পরিকল্পনার পূর্বে গুরুজনেরা তাকে সতর্ক করেছিল। কিন্তু তিনি সকল বাধা অতিক্রম করে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি একাজ করতে সফল হয়েছেন।
পবিত্র কুরআনের আয়াত লেখার জন্য হামদি বাহরাভি তার এলাকায় অনেক প্রসিদ্ধ। ১৪০ দিনে কুরআনের সকল আয়াত লেখার ব্যাপারে তিনি বলেন: অনেকেই আমাকে সতর্ক করেছে যে, এই কাজ অনেক কঠিন হবে এবং হয়তবা এই কাজে আমি সফল হবো না। কিন্তু আমি আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য দৃঢ়প্রত্যয়ী থেকে পবিত্র কুরআনের আয়াত লেখার কাজ অব্যাহত রাখি এবং অবশেষে আমি সফল হয়। ৩০ সেন্টিমিটার প্রস্থ এবং ৪০ সেন্টিমিটার দৈর্ঘ্যের সমন্বয়ে কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটি এই মিলিমিটার কলম দিয়ে মাত্র ১৪০ দিনে লেখা সম্পন্ন করেছি।
তিনি গুরুত্বারোপ করে বলেন: পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি মোট ৪১৫ পৃষ্ঠায় লেখা হয়েছে। এই সম্পন্ন করার জন্য মিশরীয় ১২৫ পাউন্ড ব্যয় হয়েছে।
হামদি বাহরাভি বলেন: পবিত্র কুরআনের এই ছোট পাণ্ডুলিপিটি লেখার সময় আমার পরিবারের সদস্যরা আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছে। এটি শেষ করার পর আমি এখন পবিত্র কুরআনের একটি বড় পাণ্ডুলিপি লিখছি। বিগত ৭ মাসে ১২ পারা লেখা হয়েছে। এই পাণ্ডুলিপিটি লিখতে এপর্যন্ত ২৭০০ মিশরীয় পাউন্ড ব্যয় হয়েছে।
এই পাণ্ডুলিপির কাজ শেষ হলে এটি পর্যবেক্ষণের জন্য আল আজহার বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাব এবং সেখান থেকে স্বীকৃতি পাওয়ার পর এর একটি খণ্ড মিশরীয় এন্ডোভমেন্ট মন্ত্রণালয়ে হাদিয়া করব।
iqna

 

captcha