IQNA

আল্লাহ নুরকে পরিপূর্ণ করবেন

19:16 - April 22, 2018
সংবাদ: 2605574
সূরা সাফের ৮ নং আয়াতে আল্লাহ নুরের পরিপূর্ণতা বলতে ইসলামের বিজয়কে বুঝিয়েছেন। অর্থাৎ কাফের মুশরিকরা যতই সমস্যা করুক না কেন আল্লাহ তার মনোনীত ইসলামকে গোটা বিশ্বে জয়যুক্ত করেন।


বার্তা সংস্থা ইকনা: সুরা সাফ আয়াত ৮- يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ এরা তাদের মুখের ফুঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়৷ অথচ আল্লাহর ফায়সালা হল তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন৷ কাফেররা তা যতই অপছন্দ করুক না কেন৷

ওহুদের যুদ্ধে মুসলমানদের যে ক্ষতি হয়েছিল তার কারণে তাদের প্রভাব -প্রতিপত্তি ক্ষুণ্ণ হয়েছিল এবং আশেপাশের গোত্রসমূহ তাদের বিরুদ্ধে অত্যন্ত সাহসী হয়ে উঠেছিল । এরূপ পরিস্থিতিতে বলা হয়েছে, আল্লাহর এই 'নূর' কারো নিভিয়ে দেয়াতে নিভবে না, বরং পূর্ণরূপে উদ্ভাসিত হবে এবং সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ে ক্ষান্ত হবে ।

তিনিই সেই মহান সত্তা যিনি তাঁর রসূলকে হেদায়েত এবং ‘দীনে হক’ দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি এ দীনকে অন্য সকল দীনের ওপর বিজয়ী করেন, চাই তা মুশরিকদের কাছে যতই অসহনীয় হোক না কেন৷

captcha