IQNA

ইমাম মাহদী শিয়াদের সাথে সাক্ষাতের জন্য প্রতীক্ষায় আছেন

19:26 - April 22, 2018
সংবাদ: 2605575
মানুষের চোখ, কান, হাত, পা, কামভাব, পেট সব কিছু যদি কোন বাদ বিচার ছাড়াই সব দিকেই চলতে থাকে এবং তার কোন নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিভাবে সেই চোখ দিয়ে ইমাম মাহদীকে দেখা সম্ভব।


বার্তা সংস্থা ইকনা: আলী ইবনে মাহযিয়ার ইমাম মাহদীর সমীপে উপস্থিত হয়ে আরজ করলেন: আপনাকে দেখার জন্য আমাদের এত কষ্ট সহ্য করতে হচ্ছে কেন? ইমাম তার জবাবে বলেন: «قَدْ كُنَّا نَتَوَقَّعُكَ‏ لَيْلًا وَ نَهَاراً؛

আমরা সর্বদা দিবা রাত্র তোমাদের দেখার অপেক্ষায় থাকি কিন্তু তোমরা এত দেরি কর কেন?

আলী ইবনে মাহযিয়ার বলেন: আমাদেরকে পথ দেখানোর কেউ ছিল না ইমাম মাটিতে আরবি লা বা না শব্দটি লিখে বললেন: বাহানা কর না বল যে, প্রস্তুত ছিলে না। তোমরা যদি সার্বিকভাবে প্রস্তুত থাক তাহলে আমাদের সাথে সাক্ষাত করায় কোন বাধা থাকবে না।

আমরা নিজেরাই হচ্ছে ইমাম মাহদীকে দেখার জন্য অন্তরায়। আমরা যদি কি বলছি, কি করছি, কি খাচ্ছি, সব কিছু বুঝে শুনে এবং আল্লাহকে সামনে রেখ করতাম তাহলে আর কোন সমস্যা থাকত না এবং আমরা সহজেই ইমামকে দেখতে পেতাম। শাবিস্তান

ট্যাগ্সসমূহ: আলী ، ইমাম ، মাহদী ، মানুষ ، শিয়া ، ইকনা
captcha