IQNA

অ্যাসোসিয়েটেড প্রেস;

সৌদি রাজপ্রাসাদের বাইরে গোলাগুলিতে নিহত ৬ + ভিডিও

23:47 - April 22, 2018
সংবাদ: 2605580
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকান সংবাদ সংস্থা "অ্যাসোসিয়েটেড প্রেস" ঘোষণা করেছে, শনিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের খাজামি এলাকায় রাজা সালমানের প্রাসাদের বাইরে গোলাগুলি ও বিস্ফোরণের ফলে ৬ জন নিহত হয়েছেন।

 

বার্তা সংস্থা ইকনা: "অ্যাসোসিয়েটেড প্রেস" ঘোষণা করেছে, রিয়াদের খাজামি এলাকায় গুলি বর্ষণের ফলে একজন সৌদি নাগরিক, দুইজন আমেরিকান নাগরিক, দুইজন ব্রিটিশ নাগরিক এবং একজন অস্ট্রেলিয়ান নাগরিক নিহত হয়েছেন।

ইতিমধ্যে সামাজিক নেটওয়ার্কে এই গোলাগুলির ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যায় যে, রিয়াদের খাজামির সৌদি আরবের রাজার এক প্রাসাদে আশপাশ থেকে গোলাগুলি শব্দ শোনা যাচ্ছে।

সৌদি আরবের মানবাধিকার কর্মী ঘনিম দুসারী জানিয়েছেন, গোলাগুলির সময় সৌদি বাদশাহ আবদুল্লাহকে একটি সামরিক বিমান ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে।

রিয়াদ পুলিশ এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে: খাজামি এলাকায় রাজার প্রাসাদের উপরে একটি ছোট বিনোদনমূলক ড্রোন উড়তে দেখা যায়। এই ড্রোনকে উদ্দেশ্য করে গুলি বর্ষণ করা হয়।

অথচ এই গোলাগুলির ব্যাপারে সৌদি সরকারী মিডিয়া সম্পূর্ণরূপে নীরব ছিল। শুধুমাত্র সৌদি সরকারি সংবাদ সংস্থা (ওয়াশ) রিয়াদের পুলিশ প্রধানের বরাত দিয়ে ঘোষণ করেছে: খাজামি এলাকায় বিন সালমানের প্রাসাদের নিকটে একটি ছোট বিনোদনমূলক ড্রোন উড়তে দেখা দিলে নিরাপত্তা বাহিনী ঐ ড্রোনটিকে উদ্দেশ্য করে গুলি বর্ষণ করে।

রিয়াদ পুলিশ প্রধান আরও বলেন: গোলাগুলির সময় বাদশাহ সালমান প্রাসাদে ছিল না। এসময় তিনি তার নিজের কৃষি এলাকা দারাইয়েতে ছিলেন।

হয়তবা এ গোলাগুলি রাজপরিবারের মধ্যেই রাজা সালমানের বিরোধী গোষ্ঠীর অভ্যুত্থান প্রচেষ্টার ফল হতে পারে। তবে এখনও পর্যন্ত রিয়াদ দাবী করছে এই গোলাগুলি শুধুমাত্র ড্রোনকে উদ্দেশ্য করেই ঘটেছে।

 iqna

 

captcha