IQNA

কুরআন হাফেজের লাশ হস্তান্তরের বিষয়ে বিরোধিতা করছে ইসরাইল

1:04 - April 23, 2018
সংবাদ: 2605583
আন্তর্জাতিক ডেস্ক: ২১শে এপ্রিল মালয়েশিয়ায় সন্ত্রাসীরা ফিলিস্তিনের বিশিষ্ট বিশ্লেষক এবং কুরআনের হাফেজ ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শকে হত্যা করেছে। এই নিহত হাফেজের লাশ ফিলিস্তিনে স্থানান্তর করার ব্যাপারে ইসরাইল বিরোধিতা করছে।



বার্তা সংস্থা ইকনা: ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে: মালয়েশিয়ায় নিহত হওয়া ক্বারি ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শের লাশ গাজায় হস্তান্তর করার অনুমতি ইসরাইল দেবে না।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী এভিগডোর লিবারম্যান এ ব্যাপারে গুরুত্বারোপ করে বলেছে, ক্বারি ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শের লাশ গাজায় দাফন হওয়ার অনুমতি ইসরাইল কখনই দেবে না।
এদিকে ফিলিস্তিনের বিশিষ্ট বিশ্লেষক এবং কুরআনের হাফেজ ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শকে হত্যা পিছনে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা "মোসাদ" জড়িত রয়েছে বলে দাবী করেছে হামাস। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী এই দাবীর নিন্দা জানিয়ে বলেছে: আমাদের চ্যানেলের মাধ্যমে, আমরা মিশরের নিকট আহ্বান জানিয়েছি যে, ক্বারি ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শের লাশ যেন রাফাহের পাসের মাধ্যমে গাজায় প্রবেশ না করে।
উল্লেখ্য, ২১শে এপ্রিল ফিলিস্তিনের বিশিষ্ট বিশ্লেষক এবং কুরআনের হাফেজ ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শকে মালয়েশিয়ায় হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয় এক বিবৃতিতে ক্বারি ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শের হত্যার পিছনে মোসাদের হাত রয়েছে বলে দাবী করে বলেন: ইসরাইলের সাথে যুদ্ধ দখলকৃত সীমান্তের বাইরেও নিয়ে যাওয়া হয়েছে।
iqna

 

captcha