IQNA

মালয়েশিয়ায় নিহত ক্বারি ফাদি আল-বাত্শের হত্যাকারীর ছবি প্রকাশ

3:11 - April 24, 2018
সংবাদ: 2605590
আন্তর্জাতিক ডেস্ক: ২১শে এপ্রিল সকালে ফিলিস্তিনের বিশিষ্ট বিশ্লেষক এবং কুরআনের হাফেজ ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শকে মালয়েশিয়ায় সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। মালয়েশিয়ার পুলিশ নিহত এই ক্বারির হত্যাকারীর ছবি প্রকাশ করেছে।

মালয়েশিয়ায় নিহত ক্বারি ফাদি আল-বাত্শের হত্যাকারীর ছবি প্রকাশ 

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ ফৌজি হারুন গতকাল সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের বিশিষ্ট বিশ্লেষক এবং কুরআনের হাফেজ ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শের হত্যাকারীর ছবি প্রকাশ করেছে।

তিনি বলেন: প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী এই ব্যক্তির ছবি আকা হয়েছে। ধারণা করা হচ্ছে ঘাতক ইউরোপ অথবা মধ্যপ্রাচ্যের নাগরিক। হত্যাকারী এখনও মালয়েশিয়ার রয়েছে কিনা সে ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই।

পুলিশ ইন্সপেক্টর আরও বলেন: ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শের মৃতদেহ থেক ১৪টি বুলেট বের করা হয়েছে। তদন্তের জন্য এই বুলেটগুলো অস্ত্র বিশেষজ্ঞদের নিকটে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উত্তর গুম্বাক শহরে ফিলিস্তিনের বিশিষ্ট বিশ্লেষক এবং কুরআনের হাফেজ ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শ জীবন যাপন করতেন। ফাদি মুহাম্মাদ ফজরের নামাজ জামায়াতে পড়তে মসজিদে যাওয়ার জন্য বাড়িরে বাইরে বের হলে সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। এরফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

iqna

মালয়েশিয়ায় নিহত ক্বারি ফাদি আল-বাত্শের হত্যাকারীর ছবি প্রকাশ

captcha