IQNA

রাসূল (সা.) সর্বোত্তম জীবনাদর্শের মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছেন

14:59 - April 24, 2018
সংবাদ: 2605594
মহানবী হযরত মুহাম্মাদের (সা.) বে'সাত তথা নবুয়ত ঘোষণার মাধ্যমে তৎকালীন আইয়ামে জাহেলিয়াত আলোকিত ও আদর্শ সমাজে পরিণত হয়েছিল। রাসূলের (সা.) মহিমান্বিত ও সর্বোত্তম জীবনাদর্শ বিশ্বের মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছিল। আর রাসূলের (সা.) মহিমান্বিত ও সর্বোত্তম জীবনাদর্শ বিশ্ববাসীর নিকট পৌঁছে দিবার অন্যতম মাধ্যম হচ্ছে মসজিদ।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র রজব মাসের ২৭ তারিখ হচ্ছে বিশ্ব মানবতার বার্তাবাহী ও সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মাদের (সা.) বে'সাত তথা নবুয়ত ঘোষণা দিবস। যে নবুয়তের মাধ্যমে তিনি সারা বিশ্বের মানুষকে ইসলাম ও কোরআনের প্রতি দাওয়াত দিয়েছেন। তার উত্তম আদর্শ ও মাধুর্যপূর্ণ আচরণে আরবের বেদুঈন জাযাবরও পর্যন্ত ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে মুসলমান হত।

তিনি আরবের তাগুত কাফির-মুশরিকদের অত্যাচারের মসনদ ভেঙ্গে ন্যায় ও সাম্যের সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন। যেখানে শত শত মূর্তির পরিবর্তে এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং তার উপাসনাই প্রাধান্য পেয়েছে।

রাসূল (সা.) স্বীয় মাধুর্যপূর্ণ আচরণ ও ব্যবহারিক আমলের মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দিতেন, যখন তারা দেখত যে, রাসূলের (সা.) কথা ও কাজের মধ্যে সাজুয্যতা রয়েছে, তখন তারা রাসূলের (সা.) আহ্বানে সাড়া দিয়ে ইসলামের পতাকাতলে আশ্রয় নিত।

মসজিদ ইসলামের সবচেয়ে কার্যকর প্রচার কেন্দ্র। মসজিদ এ পৃথিবীতে আল্লাহর ঘর হিসেবে পরিচিত। তাই আমরা যদি মসজিদকে ঘিরে রাসূলের (সা.) মহিমান্বিত ও সর্বোত্তম জীবনাদর্শ সম্পর্কে মানুষকে অবহিত করতে পারি।

captcha