IQNA

ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের জন্য দোয়া চাওয়ার ঘটনা

15:10 - April 24, 2018
সংবাদ: 2605596
ইমাম মাহদী(আ.) হাজার বছরের অধিক বন্দি অবস্থায় আছেন, সুতরাং যারাই জামকারান মসজিদে এবং মসজিদে সাহলাতে যাবে তাদের উচিত সব কিছুর পূর্বে ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের জন্য দোয়া করা।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: যিনি খুব বেশী বেশী জামকারান মসজিদে যেতেন তিনি বলেন: আমি ইমাম মাহদীকে(আজ.ফা.) মসজিদে জামকারানে দেখেছি তিনি আমাকে বলেন, আমাদের অনুরাগীদেরকে বলবে যেন আমার আবির্ভাবের জন্য বেশী করে দোয়া করে। এরপর মুহূর্তের মধ্যে আমার দৃষ্টির আড়ালে চলে গেলেন। তিনি এর পূর্বের সপ্তাহেও ইমাম মাহদীকে স্বপ্নে দেখেছিলেন।

এখানে উল্লেখ্য যে, যিনি খুব বেশী বেশী জামকারান মসজিদে যেতেন বলতে আয়াতুল্লাহ বাহজাতকে বোঝানো হয়েছে।

কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যারাই জামকারান মসজিদে যায় তারা নিজেদের জন্য দোয়া করে এবং ইমাম মাহদী(আ.) যে তার আবির্ভাবের জন্য তাদের দোয়ার অপেক্ষা করেন সে বিষয়টি তারা বেমালুম ভুলে যায়।

আয়াতুল্লাহ বাহজাতের কথা অনুযায়ী, যারা মসজিদে জামকারানে যায় তারা ভাল মানুষ এবং ইমাম মাহদী(আ.) তাদেরকে নিজের অনুরাগী এবং মোহাব্বাতকারী হিসাবে উল্লেখ করছেন। কিন্তু তারা ইমাম মাহদীর জন্য দোয়া না করে নিজেদের জন্য দোয়া করে: কেউ বাড়ির জন্য, কেউ চাকরির জন্য, কেউ বিবাহের জন্য, কেউ সম্পদের জন্য, কেউ আবার দেনা পরিশোধ করার জন্য ইত্যাদি। কিন্তু কেউ ইমাম মাহদীর চিন্তায় থাকে না এবং তার আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য দোয়া করে না।

সূত্র: বাহজাতের সমীপে; মসজিদে কুফায় এতেকাফরত অবস্থায় শেখ ইব্রাহীম হায়েরি এই ঘটনাটি বর্ণনা করেন।

captcha