IQNA

ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী প্রতিনিধির তেলাওয়াত + ভিডিও

15:24 - April 24, 2018
সংবাদ: 2605597
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের ৮৪ দেশের ৩৭০ জন ক্বারি ও হাফেজগণের অংশ গ্রহণে ইরানে অনুষ্ঠিত হচ্ছে ৩৫তম আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতা। গত বৃহস্পতিবার ২০ এপ্রিল রাজধানী তেহরানের মোসাল্লায় সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী প্রতিনিধির তেলাওয়াত + ভিডিও

বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআন প্রতিযোগিতার ৩৫তম আসরে ৮৪ দেশের প্রতিনিধি একযোগে প্রতিযোগিতার ৫টি বিভাগে অংশ নিচ্ছে। এছাড়া এবারের প্রতিযোগিতার মধ্যে কুরআন গবেষণা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতার হেফজ বিভাগের ফাইনালে বাংলাদেশের প্রতিনিধি আহসানুল্লাহ আবুল হাশেম কুরআন তিলাওয়াত করেছেন। তার এই তেলাওয়াতটি "ইকনা"র দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল।

৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিয়ার হেফজ বিভাগের ফাইনালে উত্তীর্ণগণ যথাক্রমে:
ইরানের প্রতিনিধি মুস্তাফা ইসফাহানিয়ান
মিশরের প্রতিনিধি মুহামআদ রাশেদ আব্দুস সামিয় আজিজ
বাংলাদেশের প্রতিনিধি এহসানুল্লাহ আবুল হাশেম
মৌরিতানিয়ার প্রতিনিধি মুসা আহমেদ আয়লা
সিরিয়ার প্রতিনিধি মুহাম্মদ রিয়াজ আল-খুজা
ইরাকের প্রতিনিধি লি আকিল খলিল আল-বাতাত
পাকিস্তানের প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব

 
 

 

captcha