IQNA

ল্যাটিন আমেরিকায় পবিত্র কুরআন বিতরণ

19:05 - June 06, 2018
সংবাদ: 2605926
আন্তর্জাতিক ডেস্ক: ল্যাটিন আমেরিকার কিছু দেশের বিভিন্ন মসজিদ এবং ইসলামিক সেন্টারে স্প্যানিশ ভাষায় অনুদিত পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

ট্রাম্প ক্ষমতা দেখাতে চাইলেও ইরানের সর্বোচ্চ নেতা তা মাটি করে দিয়েছেন
বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থা ইন্সটিটিউট ফর এন্ডোমেন্ট "আমার উপহার কুরআন" পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ল্যাটিন আমেরিকার গুয়াতেমালা, এল সালভাদর এবং কলম্বিয়ার বিভিন্ন মসজিদ এবং ইসলামিক সেন্টারে স্প্যানিশ ভাষায় অনুদিত পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বিতরণ করেছে।
তুরস্কের এই ইন্সটিটিউট সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে স্প্যানিশ ভাষায় অনুদিত পবিত্র কুরআনের পাণ্ডুলিপি ল্যাটিন আমেরিকার পানামা, পেরু এবং চিলিতে বিতরণ করবে।
এর পূর্বে পবিত্র রমজান মাসে শ্রীলঙ্কায় "তামিল" ভাষায় অনুদিত পবিত্র কুরআনের পাঁচ হাজার পাণ্ডুলিপি বিতরণ করেছে।
তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থা ইন্সটিটিউট ফর এন্ডোমেন্ট ঘোষণা করেছে, এ বছর পবিত্র রমজান মাসে ১৭টি দেশে ১০টি প্রচলিত ভাষায় অনুদিত পবিত্র কুরআন ৫৫ হাজার পাণ্ডুলিপি বিতরণ করবে।
iqna

 

captcha