IQNA

দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার ফলাফল ঘোষণা + ছবি

22:57 - June 07, 2018
সংবাদ: 2605933
আন্তর্জাতিক ডেস্ক: ২২তম দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ঘোষণা করা হয়েছে। এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানের অধিকারী হয়েছে আমেরিকার প্রতিনিধি হাফেজ "আহমাদ বোরহান মুহাম্মাদ"।

দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার ফলাফল ঘোষণা + ছবি 

বার্তা সংস্থা ইকনা: দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ৫ম জুনে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে দুবাই একাডেমিক ইন্সটিটিউট "মোহাম্মদ বিন রশিদ আলে মাকতুম"-এর প্রধান আহমাদ মুহাম্মাদ বিন রাশেদ আলে মাকতুম উপস্থিত ছিলেন। দুবাই সংস্কৃতি ও বিজ্ঞান ক্লাব অডিটোরিয়ামে উক্ত সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২২তম দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে শীর্ষ স্থানের উত্তীর্ণ দশ জনকে পুরস্কৃত করা হয়েছে। এই প্রতিযোগিতায় আমেরিকার প্রতিনিধি হাফেজ "আহমাদ বোরহান মুহাম্মাদ" প্রথম স্থানের অধিকারী হয়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন লিবিয়ার হামজা বাশির সালেম হারাশা" ও তিউনেশিয়ার "মুহাম্মাদ বিন আব্দুল ক্বাদের মায়রুফ" এবং চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন আলজেরিয়া "আহমাদ হারকাত"।

পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন সৌদি আরবের প্রতিনিধি "ইব্রাহীম বিন আব্দুল্লাহ বিন আব্দুল কারিম সাউদি", ষষ্ঠ স্থানের অধিকারী হয়েছেন মালি প্রজাতন্ত্রের ওমর দারামী", সপ্তম স্থানের অধিকারী হয়েছেন ইংল্যান্ডের প্রতিনিধি "খালেদ আব্দ আন-নাসের মাওয়ালিন আহমাদ" ও বাহরাইনের প্রতিনিধি "আব্দুল লতিফ আব্দুল মাজিদ আব্দুল লাতিফ বাস্তাকী" নবম স্থানের অধিকারী হয়েছেন জর্ডানের প্রতিনিধি "নাহাদ ইব্রাহীম জাইব" এবং দশম স্থানের অধিকারী হয়েছেন ইথিওপিয়ার প্রতিনিধি "হাসান জিবরাইল ওমর" এবং "জাওয়াহের আব্দুল্লাহ মুহাম্মাদ"।

এই বছর দুবাই কুরআন অ্যাওয়ার্ড ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে বিশিষ্ট ক্বারি এবং মসজিদে নবাবীর (সা.) পেশ ইমাম "শেখ আল ইবনে আব্দুর রহমান হাজিফি" নির্বাচিত হয়েছেন। সমাপনই অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদর্শন করা হয়।

উল্লেখ চলতি বছরে দুবাই কুরআন অ্যাওয়ার্ড ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০৪টি দেশ অংশগ্রহণ করেছে। উক্ত প্রতিযোগিতা ৬ষ্ঠ রমজানে দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে শুর হয়েছে এবং একাধারে ১৯শে রমজান পর্যন্ত অব্যাহত ছিল।

iqna

 

captcha