IQNA

কুরআন হেফজ করলেন যমজ ভাই-বোন

22:49 - June 09, 2018
সংবাদ: 2605943
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের ১৩ বছরের যমজ ভাই-বোন "খালেদ" এবং "খালুদ" জন্ম থেকেই অন্ধ। দৃষ্টি প্রতিবন্ধী এই যমজ ভাই-বোন পবিত্র কুরআনের ১০ পারা হেফজ করেছেন।

কুরআন হেফজ করলেন যমজ ভাই-বোন


বার্তা সংস্থা ইকনা: ১৩ বছরের যমজ ভাই-বোন "খালেদ মাহমুদ হেজাযী" এবং "খালুদ" মিশরের কাফারুশ শাইখ প্রদেশের ইসহাক গ্রামে জন্মগ্রহণ করেছেন। বর্তমানে দৃষ্টি প্রতিবন্ধী এই যমজ ভাই-বোন পবিত্র কুরআনের ১০ পারা হেফজ করেছেন।
মিশরের এক মিডিয়ার সাথে সাক্ষাৎকারে খালেদ বলেন: "আমি তৃতীয় শ্রেণীতে থাকা অবস্থায় কুরআন হেফজ করা শুরু করি। কিন্তু তখন কুরআন হেফজ সেন্টারে বিভিন্ন সমস্যার কারণে আমার হেফজের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে দুই বছর হচ্ছে আমি এবং আমার বোন "মায়সারাভী" কুরআন হেফজ সেন্টারে যাচ্ছি এবং আমরা দু'জনেই দশ পারা করে কুরআন হেফজ করেছি।"
তিনি বলেন: "আমি কুরআন হেফজ করার জন্য সোমবার এবং বৃহস্পতিবারে কুরআন হেফজ সেন্টারে আমার শ্রদ্ধেয় শিক্ষক শেখ মুস্তাফা মাহফুজের নিকটে যায়। সেখানে আমি তিলাওয়াত এবং তাজবিদ শিক্ষা অর্জন করছি। প্রতিদিন ১০ আয়াত করে মুখস্থ করছি।"
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খালেদ বলেন: "আমি মুহাম্মাদ সাদিক মানশাভী, শেখ মুস্তাফা ইসমাইল এবং মাহমুদ খালেদ হাসুরি'র কুরআন তিলাওয়াত শুনি এবং পছন্দ করি। ভবিষ্যতে আমি একজন দক্ষ ক্বারি, মসজিদের পেশ ইমাম এবং খতিব হবো।"
খালেদের বোন খালুদও পবিত্র কুরআনের ১০ পারা মুখস্থ করতে সক্ষম হয়েছেন। তিনি বর্তমানে "আল-নুরু ওয়াল আমাল" (দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য) স্কুলে অধ্যয়নরত রয়েছেন। তার সম্পূর্ণ কুরআন হেফজ এবং ভবিষ্যতে শিশুদের কুরআন শিক্ষা দেয়ার ইচ্ছা রয়েছে।
iqna

কুরআন হেফজ করলেন যমজ ভাই-বোনকুরআন হেফজ করলেন যমজ ভাই-বোন

captcha