IQNA

কিরকুকে বোমা বিস্ফোরণে হতাহত ১২

17:43 - June 11, 2018
সংবাদ: 2605960
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কিরকুক শহরের এক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, আজ (১১ই জুন) কিরকুকের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে ১২ জন হতাহত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: আজ সকালে একদল সন্ত্রাসী কিরকুকে প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের 'কুরাহ তাপ্পেহ' গ্রামের নিকটে একটি চেকপয়েন্টে হামলা চালায়। এই হামলায় বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছেন।
এর পূর্বে বেসামরিক ব্যক্তিদের উদ্দেশ্য করে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ করে। সন্ত্রাসীদের এই হামলার ফলে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক।
উল্লেখ্য, ইরাকি সংসদ নির্বাচনের পর কুর্দি পার্টির বিজয় ঘোষণা এবং তুর্কি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমালোচনার পর কিরকুক শহরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। দু'দিন পূর্বেও এই শহরের বাজারে অবস্থিত একটি মসজিদের নিকটে এক গাড়ি বোমা বিস্ফোরণে এক নারী নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
iqna

captcha