IQNA

আমিরাতে প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের সম্মাননা প্রদর্শন

6:34 - June 12, 2018
সংবাদ: 2605968
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে প্রতিবন্ধী নারী ও পুরুষদের জন্য ৭তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। "প্রচেষ্টা এবং সংকল্পের অধিকারী" শিরোনামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: প্রতিবন্ধী নারী ও পুরুষদের জন্য ৭তম জাতীয় কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান এবং শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে সম্মাননা প্রদর্শনের অনুষ্ঠান পৃথক দুটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে পুরুষ বিভাগে ৩৬ জন এবং নারী বিভাগে ২০ জনকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে ২০১২ সাল থেকে প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতার শর্ট ফিল্ম, ধর্মীয় গান এবং প্রতিবন্ধীদের নির্মিত হস্তশিল্পের প্রদর্শনী হয়েছে।

উক্ত প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ফাউজিয়া বুলুশী বলেন: এই প্রতিযোগিতায় শক্তিমান ক্বারি এবং হাফেজগণ অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তারা তাদের মধ্যে গুপ্ত শক্তি ও জ্ঞানকে প্রকাশ করেছে।

উল্লেখ্য, প্রতিবন্ধী নারী ও পুরুষদের জন্য ৭তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২৭ থেকে ৩‌১শে মে পর্যন্ত দুবাই অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতা দুবাইয়ের "প্রচেষ্টা এবং সংকল্পের অধিকারী" ক্লাবের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ষ্টেটের ২৮৭ জন প্রতিনিধির উপস্থিতি নারী ও পুরুষ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

৭তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় শারীরিক, চলাফেরা, শ্রবণ, দৃষ্টি এবং মানসিক প্রতিবন্ধী সহ বিভিন্ন ধরণের অক্ষম ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছেন। সম্পূর্ণ কুরআন হেফজ, ২০ পারা কুরআন হেফজ, ১৫ পারা কুরআন হেফজ, ৭ পারা কুরআন হেফজ, ৫ পারা কুরআন হেফজ, ৩ পারা কুরআন হেফজ, ২ পারা কুরআন হেফজ এবং ১ পারা কুরআন হেফজ সহ পবিত্র কুরআনের ছোট সূরাসমূহ হেফজের আলোকে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতায় আমিরাতের নাগরিক ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরাও অংশগ্রহণ করেছেন। প্রতিযোগীদের অংশগ্রহণের জন্য ডাক্তারি সার্টিফিকেটের প্রয়োজন ছিল।

iqna

 

captcha