IQNA

কিরকুকে আইএসের বেল্ট বোমার সন্ধান

20:14 - June 15, 2018
সংবাদ: 2605992
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কিরকুক প্রদেশের পুলিশ স্টেশন গতকাল এক বিবৃতিতে ঘোষণা করেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের বিপুল পরিমাণ বিস্ফোরক ডিভাইস এবং বোমা বেল্ট উদ্ধার করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: কিরকুক প্রদেশের পুলিশ বিভাগের একটি সূত্র জানিয়েছে, এই প্রদেশের পুলিশ বাহিনী কিরকুকের ৪৫ কিলোমিটার দক্ষিণে "আল-রাশাদ" এবং "আল-রিয়াদ" শহরে বিশেষ অপারেশন চালিয়েছে।
গতকাল প্রথম প্রহর থেকে ক্লিয়ারিং অপারেশন চালু করা হয়। ইরাকি পুলিশ বাহিনী এই অপারেশন চালিয়ে দায়েশের অন্তর্গত বিপুল পরিমাণ বিস্ফোরক ডিভাইস, পতাকা এবং বোমা বেল্ট উদ্ধার করেছে।
কিরকুকের নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, এখনও এই ক্লিয়ারিং অপারেশন অব্যাহত আছে।
iqna

 

captcha